আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানেই ছিলেন দাউদ ইব্রাহিম

পাকিস্তানেই ছিলেন দাউদ ইব্রাহিম। দুই দশকে  প্রথম একথা স্বীকার করল ইসলামাবাদ। এই স্বীকারোক্তি শোনা গেছে খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ দূত শাহরিয়ার খানের মুখ থেকে। যদিও তাঁর দাবি, এখন আর পাকিস্তানে নেই কুখ্যাত এই গ্যাংস্টার। পাক ভূখণ্ড থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে।

   লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই বোমাটা ফাটালেন শাহরিয়ার খান। বললেন,`পাকিস্তানেই ছিল দাউদ। কিন্তু আমার বিশ্বাস ওকে পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়েছে। যদি দাউদ এখনও পাকিস্তানে থাকত তাহলে ওকে খুঁজে বের করে গ্রেফতার করা হত। দাউদের মতো গ্যাংস্টারকে পাকিস্তানের মাটি থেকে কাজ চালাতে দিতে পারি না আমরা।

`

শাহরিয়র খানের কথায়, দাউদ ইব্রাহিম এখন আর পাকিস্তানে নেই। কিন্তু একসময় ছিলেন। অথচ যখন ছিলেন, তখন তা স্বীকার করেনি ইসলামাবাদ। বারবার তথ্য-প্রমাণ দিয়েছে ভারত। চাপ এসেছে আমেরিকার দিক থেকেও।

কিন্তু পাকিস্তান অটল থেকেছে নিজের অবস্থানে। দু-দশকে এই প্রথম বদলে গেল সেই অবস্থান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।