আমি একজন সাধারণ মানুষ। আর কিছু বলার নেই।
জঙ্গি নিধনে যুক্তরাষ্ট্র সমগ্র পাকিস্তানেই হামলা চালাবে
জঙ্গি নিধনে যুক্তরাষ্ট্র গোটা পাকিস্তানে অভিযান বিস্তৃত করতে যাচ্ছে। বর্তমানে আফগান সীমান্ত সংলগ্ন অঞ্চলে কেবল জঙ্গিবিরোধী অভিযান সীমাবদ্ধ থাকলেও অচিরেই তা এসব এলাকার বাইরে বিস্তৃত হবে। কারণ জঙ্গিরা এখন মার্কিন বিমান হামলা থেকে বাঁচতে গোটা দেশে ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’ তার রিপোর্টে একথা জানায়। সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার জাতীয় উপদেষ্টারা এ ব্যাপারে চিন্তভাবনা ও কৌশল প্রণয়ন শুরু করে দিয়েছেন। মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মতাদের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের হত্যা করতে প্রথম পর্যায়ে কোয়েটাতে অভিযান শুরু হতে পারে। মার্কিন বাহিনী ইতিমধ্যে সীমান্তের উপজাতীয় অঞ্চলে চালকবিহীন বিমান থেকে হামলার মাত্রা কমিয়ে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, উপজাতীয় অঞ্চলে বিমান হামলায় তালেবানের শীর্ষস্থানীয় অধিকাংশ নেতা নিহত হয়েছেন।
যারা বেঁচে আছেন, তারা এলাকা ছেড়ে পাকিস্তানের অন্য স্থানে আশ্রয় নিয়েছেন। পালিয়ে থাকা এসব নেতাকে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের জন্য হুমকি হিসাবে দেখছে। একারণেই তাদের পিছু নিয়ে হত্যাচেষ্টা চালানো হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে পত্রিকাটিকে বলেন, আমরা চূড়ান্ত পরিকল্পনা তৈরী না করে এ বিষয়ে কথা বলব না।
নিউইয়র্ক টাইমসের রিপোর্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।