আমাদের কথা খুঁজে নিন

   

আমি লজ্জিত হয়ে যাই এই বিবেকহীন জাতির সদস্য হয়ে। আমি দুঃখিত।

ভাবছিলাম, বাসায় এসে মেহেদী হাসানের গজল শুনবো অনেকদিন পরে। কিন্তু, নেটে খবরের পাতায় চোখ বুলাতে গিয়ে মনটা বিক্ষিপ্ত হয়ে উঠল। গান আর শোনা হল না। শত শত বছর আগে এদেশ থেকে বার্মা মুলুকে অভিবাসী হউয়া কিছু মানুষ যখন জানের ভয়ে পালিয়ে আসতে থাকে, তখন দরজা বন্ধ করে গান শুনতে পারলাম না। জাতিগত দাঙ্গা আমার চোখের সামনে কখনো না দেখলেও, ইতিহাসের পাতা থেকে যা দেখেছি, তাতে শিউরে উঠেছি।

প্রার্থণা করেছি, যেন কখনো দেখতে না হয়। এখন রোহিঙ্গাদেরকে মায়ানমারে আক্রান্ত হতে দেখে ভয়ে আছি, রাখাইনদের জমি-বাড়ি দখল নেবার জন্য না জানি কারা উস্কানী দেয়, রোহিঙ্গারা মুসলমান বলে। রোহিঙ্গারাও মানুষ, রাখাইনরাও মানুষ, সবার রক্তই লাল। তবু, সামান্য স্বার্থের জন্য মানুষ সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। জানিনা, আমাদের আইন-শৃংখলা বাহিনী কোন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কিনা।

এদেশে আর কোন সাম্প্রদায়িক হানা-হানি দেখতে চাইনা। মিয়ানমারে রাখাইন প্রদেশে সহিংসতার পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এর আগে দাঙ্গাপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিতে সরকারকে আহ্বান জানায় জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়ে দেন, সহিংসতার পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, “আমাদের স্বার্থ নয় যে, মিয়ানমার থেকে নতুন করে শরনার্থী আসুক।

” হায়রে, আমাদের দেশের মানুষ কি বন্যা-ঘূর্ণিঝড়-দুর্ভিক্ষে কখনো বিদেশিদের সাহায্য নেয় নাই? ১৯৭১ এ গণহত্যার সময় কি আমাদের লোকজন ভারতে আশ্রয় নেয় নাই? এইটা এদের কেমন বিবেচনা? আমি লজ্জিত হয়ে যাই এই বিবেকহীন জাতির সদস্য হয়ে। আমি দুঃখিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।