<<মধ্যরাতের হাইওয়ে>>
গতকাল ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ। পাকিস্তানের ১৭ ওভার ব্যাটিং শেষে একবার বেরিয়ে আসলাম গ্যালারী থেকে। দেখি এক পিচ্চিকে (৮-৯ বছর) ঘিরে দুই-তিনজন লোক দাড়িয়ে আছে। কি হয়েছে জানার জন্য তার কাছে গেলাম । জিজ্ঞেস করায় সে যা বলল, তা শুনেতো পুরা থ হয়ে গেলাম।
মানুষ এতটা খারাপ হয় কিভাবে?
পিচ্চির নাম জিজ্ঞেস করা হয়নি। পিচ্চিকে খেলা দেখানোর কথা বলে এক লোক তার কাছ থেকে ১০০ টাকা চায়। সে বলল, তার কাছে ৫০ টাকা আছে। লোকটি তার কাছ থেকে ৫০ টাকা নিয়ে নাকি ভিতরে ঢুকে। তারপর টিকেট আনার কথা বলে লোকটি যে গেল আর কোন খবর নাই।
ছেলেটির সেই মুখ যদি কেউ দেখতেন , বুঝতেন যে কি পরিমাণ ব্যথা সে পেয়েছে। খেলা দেখানো আমার দ্বারা সম্ভবপর ছিল না, কিন্তু তার ৫০ টাকা আমি ফেরত দিতে পারতাম। কিন্তু সেই সুযোগটিও হারিয়ে ফেললাম। অনেক মানুষ থাকায়, ওকে দাড়াতে বলে ফোন রিসিভ করার জন্য একটু পাশে সরে আসলাম। ২ মিনিট পর দেখি সে উধাও।
এপাশ ওপাশ কিছুটা খোজাখুজি করেও না পেয়ে আবার খেলা দেখতে ঢুকে পড়লাম। তবে, ছেলেটির কথা এখন পর্যন্ত ভুলতে পারিনি। বারবার শুধু তার সেই করুণ মুখটাই ভেসে উঠছে।
তবে, তার সাহসের তারিফ করতে হয়। এতটুকু একটা ছেলে, বাংলাদেশের খেলা দেখবে বলে অবলীলায় অপরিচিত একটা লোককে(পড়ুন পশুকে) ৫০ টাকা দিয়ে দেয়ার সাহস করে! এই বয়সে ৫০ টাকা যার কাছে কিনা ৫০০০০ টাকার সমান।
ছেলেটির গেটআপে বুঝা যাচ্ছিল নিম্নবিত্ত পরিবারের সন্তান।
দিনে দিনে আমাদের চিন্তা-চেতনা কোথায় গিয়ে ঠেকছে? আমরা এতটা বিবেবকহীন এবং পশু হয়ে যাচ্ছি কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।