আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসক বদলির আদেশ দেবে বিভাগীয় কার্যালয়

বুধবার জেলা প্রশাসক সম্মেলেনের দ্বিতীয় দিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ অধিবেশনের পর সাংবাদিকদের এতথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।
সরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক-সেবক ও যন্ত্রপাতি স্বল্পতায় জেলা প্রশাসকরা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
এছাড়া চিকিৎসকদের গ্রামাঞ্চল থেকে শহরমুখী না হওয়ার বিষয়ে জেলা প্রশাসকরা ‘নিশ্চয়তা’ চেয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যোগদানের দুই বছরের মধ্যে কোনো চিকিৎসককে বদলি করা হবে না।
তিনি বলেন, “আমরা আগামী এক-দুই মাসের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক এবং পাঁচ হাজার সেবিকা নিয়োগ দেব বলে জেলা প্রশাসকদের জানিয়েছি। ”
নারীর ক্ষমতায়নে আপোষহীন থাকতে হবে
একই অধিবেশনে নারীর ক্ষমতায়ন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে সজাগ থাকতেও জেলা প্রশাকদের নির্দেশনা দেয়া হয়েছে।


সভা শেষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফেরোজ চুমকি সাংবাদিকদের বলেন, “আমি জেলা প্রশাসকদের বলেছি নারীর ক্ষমতায়ন যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে আপনাদের করণীয় আছে।
“ইদানিংকালে ধর্মের অপব্যাখ্যা নিয়ে নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতা রুদ্ধ করে নারীদের পেছনে ফিরিয়ে দেয়ার পায়তারা চলছে। হেফাজতে ইসলামী যে বিষয়গুলো উত্থাপন করেছে তাতে মনে হয়েছে আগামীতে নারীরা চার দেয়ালে বন্ধী হব কিনা? সেই ক্ষেত্রে জেলা প্রশাসকদের অবশ্যই করণীয় আছে। ”
এছাড়া নারীর প্রতি সহিংসতা রোধে স্থাপিত হেল্প লাইনের নম্বরটি দেশজুড়ে ব্যাপক প্রচারে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
ঝুঁকিপূর্ণ আবাস সরাতে পরামর্শ চায় সরকার
সম্মেলনের অপর এক অধিবেশনে পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ বসবাসকে ঝুঁকিমুক্ত করতে জেলা প্রশাসকদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে সরকার।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ অধিবেশনে এই প্রস্তাব চাওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মীর মোশাররফ হোসেন।
অধিবেশন শেষে রাতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসের ঝুঁকি নির্ধারণ করে জেলা প্রশাসকদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।
তিনি বলেন, টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন খাদ্য নিরাপত্তমূলক কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন, পরিচালনা ও তদারকি জোরদার করতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
বিদেশীদের অনির্ধারিত সফর বিষয়ে সতর্কতা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাকদের অধিবেশনে বিদেশীদের অনির্ধারিত সফর সম্পর্কে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
একই সঙ্গে মিয়ানমারের শরণার্থীদের ডাটাবেইজ প্রস্তুতের কাজ সঠিকভাবে করার ক্ষেত্রেও জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এতে বলা হয়, “বিদেশিদের অনির্ধারিত সফরের বিষয়ে জানার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকরা তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবেন। ”
সম্প্রতি সানডে মিররের সাংবাদিক সামমুন রাইট টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে সাভারের রানা প্লাজা থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমাকে নিয়ে প্রতিবেদন তৈরি করেন, যা নিয়ে বেশ সমালোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ক্যাম্পের বাইরে অবস্থানরত মিয়ানমারের শরণার্থীদের ডাটাবেইজ প্রস্তুতের কাজ চলছে, যাতে সঠিকভাবে এ ডাটাবেইজ প্রস্তুত করা হয় জেলা প্রশাসকরা সে বিষয়ে লক্ষ্য রাখবেন। ”
এছাড়া পার্বত্য জেলাগুলোতে বিদেশিদের সফরের শুরুতে জেলা প্রশাসকদের সঙ্গে সাক্ষাতের সূচি রাখা এবং বিদেশে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এবছর অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জেলা প্রশাসকদের জানানো হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.