আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল, ওরফে পেয়ারটেল আমাকে ফকিরনি করেছে,তোমারে করেছে কি??

... .. মোবাইলে ব্যালেন্স ছিল পাক্কা ২০ টাকা। মাত্রই রিচার্জ করলাম। ২০টাকার সাহসে মোবাইল থেকে ঢুকলাম ফেচবুকে। এক ফ্রেন্ডের ফটো এত্ত বেশি পছন্দ হইলো যে ডাউনলোড করতে মন চাইলো। দেখলাম মাত্র ৩০০কে.বি.'র ফটো। আবারো ২০টাকার ফুটানিতে দিলাম ডাউনলোড।ছবি নামতে লাগলো ১মিনিট! ডাউনলোডাইয়া অতি মনো্যোগ দিয়া ছবি দেখিতেছি......এমন সময় আমার প্রানপ্রিয় পেয়ারটেল এর অতি হিট! মেসেজ আসলো ৯৯৯৯ থেকে- আপনার ব্যালেন্স ৫টাকার কম........ প্রপাতধরনীতল হইয়া *৭৭৮* ডায়াল করিয়া দেখিলাম আমার আছে ৪টাকা ৮৪পয়সা! !! ১মিনিটের ব্যাবধানে পেয়ারটেল আমাকে ২০টাকা থেকে ৪টাকার ফকিরনি বানায় দিলো!!! আমি এখন.........  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।