চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর
এক সময়ের ওয়ারিদ এবং বর্তমান এয়ারটেলের ব্যাপক ভক্ত ছিলাম। সেজন্য কিনা এয়ারটেলের পোস্টপেইড কানেকশন ইউজ করতাম অনেকদিন থেকেই। আমাকে যারা ব্যক্তিগত ভাবে ছিনেন তাদের অনেকে নিশ্চয় জানেন আমি ভারতের আগ্রাসন বিরোধী একজন মানুষ। তো কিছুদিন আগে পাহাড়ি এক ছোট ভাইকে এয়ারটেল নাম্বার থেকে কল দিলে সে আমাকে বলে, "ভাইয়া আপনি সবাইকে ইন্ডিয়ান আগ্রাসন নিয়ে সচেতন করছেন, অথচ সেই ইন্ডিয়ান কোম্পানির মোবাইল কোম্পানির কানেকশন ইউজ করেন!!" সেদিন তার সাথে কোনমতে কথা শেষ করে তার কথা নিয়ে ভাবতে থাকলাম। সারাদিন তার কথাটা কেমন জানি বিবেককে দংশন করছিল।
আসলেইতো সে ঠিক কথায় বলেছে। কেন আমি মাসে শুধু শুধু ইন্ডিয়ান একটি কোম্পানির হাতে ৩ হাজার টাকা বিল তুলে দিব, যে বিলের টাকা দিয়ে লাভবান হচ্ছে ভারত এবং বিএসএফ। সেদিন থেকেই এয়ারটেল সিম ফেলে দেয়ার সিন্ধান্ত নেই। কিন্তু অনেকদিনের নাম্বার বিদায় সেটি শুধু ইনকামিং কল এর জন্য চালু রাখি। ওদিকে মাস শেষ হতেই সুকন্ঠিরা কাস্টমার কেয়ার থেকে কল দিয়ে বলতে লাগলো, "আমি নুসরাত বলছি, এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে।
স্যার আপনার কি একটু সময় হবে, হবে। জি স্যার আপনার সর্বমোট বিল হয়েছে....টাকা। আপনার বিল জমা দেবার সময় অতিক্রান্ত হয়েছে। আমি কি স্যার আশা করতে পারি আজকের মধ্য আপনি বিল পরিশোধ করবেন। " উত্তরে তাঁকে বললাম আপনাকে আর কষ্ট করতে হবেনা আপু, আজকের পর আমি এয়ারটেল কানেকশন বন্ধ করে দিচ্ছি।
তারপর আসতে আসতে সবাইকে নতুন নাম্বার দেয়ার পর চিরতরে বন্ধ করে দিলাম "এয়ারটেল__ভালোবাসার টানে ইন্ডিয়াকে পাশে আনে" কোম্পানির মোবাইল কানেকশনটি।
বাসায় আরো দু সদস্য বাকি ছিল যারা এয়ারটেল কানেকশন ইউজ করতো। আজ নিজ খরচে অন্য কোম্পানির মোবাইল কানেকশন কিন দিয়ে তাদেরও বন্ধ করে দেয়ালাম।
অন্যদিকে ফেসবুকে সন্ধ্যায় স্ট্যাটাস দিয়েছিলাম, "ইন্ডিয়ান পণ্য বর্জনের অংশ হিসেবে ঘোষণা দিচ্ছি, আমাকে কেউ কোন এয়ারটেল নাম্বার থেকে কল দিবেন না, এবং আমিও কোন এয়ারটেল নাম্বারে কল দিবনা। আমার বোন ফেলানিকে হত্যা এবং ভাই হাবিবুর তথা বাংলাদেশকে দিগম্বর করার প্রতিবাদে আমি এই সিন্ধান্ত নিলাম।
"
স্ট্যাটাসটিতে এখন পর্যন্ত পাচ্ছি অবিশ্বাস্য সাড়া।
আসুন ইন্ডিয়ার আগ্রাসন মোকাবেলায় নিজে ইন্ডিয়ান পণ্য করি বর্জন, অন্যকেও করি উৎসাহিত। আমাদের এমন ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ একদিন বৃহৎ আন্দোলনে রূপ পাবে। ইনশাল্লাহ
হয়ত আমাদের বোন ফেলানী ইন্ডিয়ার যে কাটাতারে ঝুলে আছে সে কাটাতারের বেড়া নির্মানে এয়ারটেলের টাকা রয়েছে, কিংবা বিএসএফ যে অস্ত্র দিয়ে আমাদের প্রতিনিয়ত মারছে সেখানেও রয়েছে এই কোম্পানীগুলোর অর্থায়ন। তাই জেনেশুনে আর ভুল করা নয়।
আসুন ইন্ডিয়ান পণ্য নিজে বর্জনের সাথে সাথে অন্যকেও বর্জনেও উৎসাহিত করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।