আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল এর বাংলাদেশে উন্মেষ

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

গত পরশু হবে সম্ভবত, টিভিতে সকালের খবর দেখতে গিয়ে দেখলাম প্রায় তিনটি টিভি চ্যনেলে টিভি পর্দার কোনায় দুটোর যায়গায় তিনটে যায়গা তিনটে "লোগো" প্রদর্শিত হচ্ছে। ভাবলাম কি হোল, এয়ারটেল কি এই তিনটি টিভি কিনেই ফেললো, হতেও পারে। যে ভাবে অল্প টাকা দিয়ে ওয়ারিদকে কিনে ফেললো। পুঁজিবাদ তন্ত্র তে অর্থ উপার্জন ও লাভ করন, মুখ্য লক্ষ, কি ভাবে এই অর্থ উপার্জন ও লাভ হোল, সেটা পন্থাটা নগন্য। নৈতিকতা ও আদর্শ অনুসরন, পুঁজিবাদ তন্ত্রে মুল প্রতিপাদ্য বিষয় বলে আমার মনে হয় না।

এদিকে এয়ারটেল এর টিভি লোগো টি আবার "এনিমেটেড" চিন্তায় থাকলাম, চিন্তা করতে করতে রাস্তায় বেরুলাম। রাস্তাও ভরা হয়ে গেছে। "রবি" র থেকেও এ ধরনের প্রচার হয়েছিল। তবে "রবি" র থেকে অনেক বেশিই মনে হোল। রাতেই তার প্রমান পেলাম।

রাস্তার প্রধান প্রধান সড়কেও নিয়ন সাইন দিয়ে অন্ততঃ একটি "এয়ারটেল" এর একটি প্রদর্শিত হচ্ছে। গত কাল শেরাটন এর সামনে ট্র্যফিক জ্যমে আটকে থাকার সময় দেখলাম, বাতি তথা বিদ্যুত চলে গেলে যাতে "এয়ারটেল" এর নিয়ন সাইন চলতে থাকে সেজন্যে ১কিলোওয়াটের পোর্টেবল জেনারেটর ও লাগানো আছে। অর্থাত ("ৎ" ইচ্ছে করে বাদ দিলাম, বাংলা ভাষায় সম উচ্চারিত এ ধরনের দ্বিতীয় এই অক্ষরের কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ) বেশ টাকা ঢেলেছে। ভারতের প্রতি আমাদের সাধারন জনগন সর্বদাই একটু সন্দেহর চোখে দেখেছে বলে আমার ধারনা (ভুল হতে পারে)।

কারনটা আমার মতে অবশ্য ভারতে "দাদাগিড়ি"র কারনে অর্থাত ভারত সর্বদাই আমাদের ওপর অন্যায় ভাবে প্রভাব খাটাতে ব্যস্ত ছিল। বর্তমান সরকারের আমলে এটা দিনের মত পরিষ্কার ও উজ্জ্বল। দেখা যাক, সময়ই বলে দেবে, ভারতীয় এই মোবাইল কোম্পানীকে স্বাধীনচেতা বাংলাদেশের জনগন কতটুকু গ্রহন করে। গ্রামীনফোন এর গ্রাহক সংখ্যা ডিঙ্গালেই হয়তো তার প্রমান হবে। আবার ভয়ও থেকে যায়, "ইস্ট ইন্ডিয়া কোম্পানী" র মত ঐ সময় আমরা বাংলাদেশীরা আবার পরাধীনতার পথে না অগ্রসর হই (ভারতের কাছে)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।