আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপল্েয মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের প্রার্থীদের মাঝে গত শুক্রবার প্রতীক করাদ্ধ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারনা। ভোটারদের বাড়ি-বাড়ি ঘুরে প্রার্থীরা চাইছেন দোয়া ও আশির্বাদ। বিভিন্ন আর্টের দোকান ও ছাপাখানাগুলোতে প্রার্থী সমর্থকের ভীড় লেগেই আছে। হাটে বাজারে ও চা-ষ্টলে জমেছে প্রার্থী সমর্থকদের আড্ডা। এরই মধ্যে পোষ্টার লিফলেটে ছেয়ে গেছে প্রতিটি ইউনিয়নের পাড়া, মহল্লা। শ্রীমঙ্গল উপজেলায় এ্বার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৫১ জন প্রার্থী, সাধারন সদস্য পদে ৩৯১ জন এবং সংরতি মহিলা সদস্য পদে ১২২ জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতায় নেমেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১নং মির্জাপুর ইউনিয়নে ৭জন ২নং ভূনবীর ইউনিয়নে ৩ জন, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে ৬ জন, ৪নং সিন্দুরখান ইউনিয়নে ৫ জন, ৫নং কালাপুর ইউনিয়নে ৬ জন, ৬নং আশিদ্রোণ ইউনিয়নে ৮ জন, ৭নং রাজঘাট ইউনিয়নে ৪জন, ৮নং কালীঘাট ইউনিয়নে ৬ জন এবং ৯নং সাতগাঁও ইউনিয়নে ৬ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।