আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই। ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১ উপলক্ষে আমাদের গ্রাম গঞ্জের অজস্র প্রতিভাবান সমাজ কর্মীগুলো হঠাৎ মাথা চারা দিয়ে উঠেছেন। গরীব দুঃখীদের দ্বারপ্রান্তে সমস্ত প্রার্থীরা হুমরি খেয়ে পড়ছে। কার ঘরে খাবার নেই কার ক্ষেতের ধান কাটা হয়েছে কার হয়নি এ সমস্ত খবর এখন সমাজ কর্মী হিসেবে সব্বাই রাখছেন। টীষ্টলে চায়ের কাপের ঝনঝনানিতে কান ঝালাপালা অবস্থা। রাস্তায় মাথায় বোঝা উঠিয়ে দেবার লোকের আর কোন অভাব নেই। গায়ে মুখে কাদা মাখা অবস্থায় কত পরিষ্কার কাপড় পড়া লোক এসে নিঃসংকোচে হ্যান্ডসেক/কোলাকুলি করে। সব যেন বদলে গেছে! নাকি গরীব দুঃখী মানুষ গুলোকে ব্যঙ্গ করা?? নির্বাচনের আগের এহেন দৃশ্য মনে এ প্রশ্নই জাগায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।