আমাদের কথা খুঁজে নিন

   

শান্তিতে নোবেল পেল ইউরোপীয় ইউনিয়ন

২০১২ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠার পর থেকে ইউরোপ মহাদেশকে শান্তি ও ঐক্যের বন্ধনে বাঁধার চেষ্টার স্বীকৃতি হিসাবে এ নোবেল পুরস্কার পাচ্ছে । শুক্রবার নরওয়ের নোবেল কমিটি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নকে এ পুরস্কার ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর পুরস্কারের ১২ লাখ ডলার আনুষ্ঠানিকভাবে ইইউ’র কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে অর্থনৈতিক মন্দায় থাকা ইইউ এর জন্য এ পুরস্কার আগামীর পথে এগিয়ে চলতে সাহায্য করবে। অসলোতে পুরস্কার ঘোষণার সময় কমিটির চেয়ারম্যান থরবজোয়ার্ন জাগল্যান্ড বলেন, “ইউরোপ মহাদেশকে যুদ্ধের মহাদেশ থেকে শান্তির মহাদেশে পরিণত করার পথে ইইউ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যা কিছু অর্জন করেছে তা ধরে রাখতে এবং একে আরো সামনের দিকে এগিয়ে নিতে তাদের সাধ্যমতো সবকিছু করতে হবে- নোবেল পুরস্কার তাদের এ-ই বার্তাই দিচ্ছে।'' নোবেল বিজয়ের জন্য এবার ২৩১টি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিদ্বন্দিতা করছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.