ধুর ফটোগ্রাফী আমার পেশা না, নেশা। অনেক কষ্ট-চেষ্টা করে ঘরে একখান ক্যামেরা তুইলাই দেখি ক্যামেরায় প্যানোরামা নাই। হায় খোদা, কি করি, কি করি করতে করতে বেশ করে খোজাখুজিতে নেমে পড়লাম, আর পাইলাম একখান রাস্তা। সেইটাই বলতে আসছি আজকে।
এই পদ্ধতি দিয়ে দুনিয়ার যে কোন ক্যামেরা দিয়ে, জ্বি হ্যাঁ যে কোন ক্যামেরা দিয়েই প্যানোরামা ছবি তোলা যাবে।
আসেন দেখি ক্যামনে।
১. প্রথমে ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য সব থেকে ভাল হয় যদি একটা ট্রাইপড ব্যবহার করতে পারেন। হাতে রেখে তুললেও হবে। তবে ছবি গুলি সব সমান লেভেলের হতে হবে।
একটা ছবি তোলার পর দ্বিতীয় ছবি তোলার সময় আগের ছবির ৩৩% অংশ রাখারা চেষ্টা করবেন। তা হলে প্যানোরামা ভাল হবে। অর্থাৎ প্রতিটা ছবি যদি পাশাপাশি রাখা হয়, একটা ছবির মধ্যে অন্য ছবির কিছু অংশ চলে আসবে। কেমন ছবি তুলতে হবে তার ছোট্ট একটা ডেমো এখানে দেখতে পারেন ।
২. এইবার এই ছবিগুলিরে কম্পিউটারে কপি করেন।
মনে রাখবেন, ছবিগুলি একটা ফোল্ডারের রাখলে আপনার কাজে সুবিধা হবে। আর মইক্রোসফট আইস নামের এই সফটওয়্যারটা নামায় নেন, মাত্র ২.৫ মেগা, এবং ফ্রি । আর হ্যাঁ ফটোশপ (সিএস৩ বা পরের গুলি) দিয়েও সহজেই হবে। সেটার রাস্তাও বলব, তবে ফ্রি জিনিষ আগে!
৩. এইবার আইস ওপেন করেন, আর ফাইল থেকে নিউ তে গিয়ে ছবিগুলি সিলেক্ট করেন, আর ওপেনে ক্লিক করেন। এর পর চুপচাপ বইসা মজা দেখেন।
বেশ কিছু সময় নিয়ে লোডিং, প্রসেসিং ইত্যাদি হাবিজাবি দেখানোর পর দেখবেন যে আপনার প্যানোরামা ছবি হয়ে গেছে। এইবার ইচ্ছা মত ক্রপ করে এক্সপোর্ট টু হার্ডডিস্ক এ ক্লিক করে সেভ করতে পারেন।
৩ (ফটোশপ). ফটোশপ ওপেন করে ফাইল > অটোমেট > ফটোমার্জ সিলেক্ট করুন। তারপর আগের মত ঐ ফাইলগুলি দেখিয়ে দিন, আর ওকে ক্লিক করুন। তারপর আবার সেই অপেক্ষা, আবার সেই ছবি রেডি।
শেষ এ ছবিটি কেমন হবে তা দেখতে এখানে ভিজিট করেন ।
শেষ কথা। বার বার নিজের ব্লগের লিংক দিয়ে বিরক্ত করছি ঠিক আছে, কিন্তু নিজের ব্লগের জন্যই নতুন নতুন জিনিষ নিয়ে আসতে পারতেছি। আসলে আমার নিজের ব্লগটারে আমি প্রায় প্রতিদিনই আপডেট করি। খুব স্বভাবতই চাই যে মানুষ আমার ব্লগটি ভিজিট করুক।
তাই এই লিংক দেওয়া। তবে আমি লেখাগুলি এমন ভাবেই লিখি যাতে আমার ব্লগে না ঢুকেও আপনি চাইলেই এখান থেকে শিখে নিতে পারেন।
আপনাদের যদি কারও আমার লেখাগুলি ভাল লাগে তাহলে নিয়মিত আপডেটের জন্য আমার ব্লগে ইমেইল সাব্সক্রাইব করতে পারেন, তাতে প্রতিদিনের আপডেট প্রতিদিন পৌছে যাবে, আর ইচ্ছা করলে আমার ব্লগের পেইজে লাইক দিয়ে রাখতে পারেন, যাতে আপনার ফেসবুকে আপডেট পৌছে যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।