আমি মাহমুদ দারবীশ-কে চাই না ।
আমি বব ডিলান-কে চাই না ।
চাই না কবীর সুমনকেও ।
রজার ওয়াটার্স হোক যে স্টেশন থেকে নব-দম্পতিরা
সমুদ্রতীরের দিকে প্রমোদ ভ্রমণে যায়
সেই স্টেশনের টিকেট মাষ্টার্ ।
পাবল নেরুদাকে বানানো হোক
এক নগর উদ্যানকে বন্য অরণ্য বানানোর মালী
আর টি,এস, এলিয়ট তার হুকা সাজিয়ে দেবে ।
ভোদকাতেও শীত না কমলে; ইভানস চাইল্ডহুডের রিলগুলো পুড়িয়ে শীত কমাক আন্দ্রেই তারকোভস্কি ।
আমি বেতোভেন আর হোমারকে দেখতে চেয়েছিলাম
লাঙ্গলের ফলার মরিচা সরিয়ে - এক গমের ক্ষেতে চাষ করতে ।
কাফকার শিকারের জাল ছিঁড়ে তার মাছ বের হয়ে যাচ্ছে বারবার
এটা ভাবতেই আমি হেসে গড়িয়ে পড়ি।
আমি পাবলো পিকাসকে চেয়েছিলাম
একজন পেশীবহুল কামাররুপে আগুনের হাতুড়ি হাতে।
এলেন গিন্সবার্গ ডুগডুগি বাজিয়ে বানরের নাচ দেখাচ্ছে
এমন দৃশ্য ভাবতে ভাবতে অগোচরে আমার হাত চলে যায়
আমার পকেটে চুপ হয়ে থাকা খুচরা পয়সার দিকে ।
চোলাই মদে পানি একটু বেশী মেশানোর পরেও
মদ বিক্রেতা দস্তয়ভস্কির সাথে আমার বন্ধুতের মাতলামী
একটুও কমতো বলে আমার মনে হয় না ।
জীবনানন্দ দাশ কুমারপাড়ার হুইলে হাতের ভুলে
কলসী বাঁকা করে ফেলছে এই দৃশ্য স্বপ্নে দেখে জাগতে চাই ।
আমি আর্তুর রাবোকে কবি নয় ,শুধু হাতির দাঁতের
চোরাচালানকারী চরিত্রেই দেখতে চাই ।
কেননা সকলরকম সফল যুদ্ধ, দুর্ভিক্ষ, গণহত্যা, ভ্রুণ অবস্থাতেই আজন্ম পরাধীনতা, ধর্ষণ, বিচ্ছিনতা, খোঁজাকরণ,পন্যায়ণ,বলাৎকার,স্নায়ুযুদ্ধ,মানুষকে চুড়ান্তভাবে একা করে ফেলা ও তাকে শুধুমাত্র মৃত্যুর দাস
হিসেবে বানানোর পরবর্তীতেই সৃষ্টি হয়
সবচেয়ে সফল শিল্পকর্ম, সময়-বিচারে সবচেয়ে সৎ কবিতা,গান,চলচিত্র,ভাস্কর্য,চিত্রকর্ম ।
আমি সফল শিল্পকর্ম চাই না
আমি চাই কবিতার বিলুপ্তি
শিল্প ও তার মাধ্যম আর তাদের উৎকর্ষতার বিলুপ্তি
আমি মাহমুদ দারবীশ-কে চাই না
আমি চাই বব ডিলানদের মৃত্যু হোক তাদের জন্মের আগেই
কারণ এদের শরীরে শুধু সফল যুদ্ধ, দুর্ভিক্ষ, গণহত্যা, ভ্রুণ অবস্থাতেই আজন্ম পরাধীনতা, ধর্ষণ, বিচ্ছিনতার দুর্বিষহ গন্ধ
আমি আমার ঘ্রাণশক্তির বিনাশ চাই না
আমি চাই সেইসব গন্ধের বিনাশ
আমি জীবনানন্দ দাশ-কে চাই না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।