"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
চৌদ্দ বছর, আর দেড় বছর যোগ হলে আমার যাপিত আয়ুর অর্ধেক- এতদিন আমি তোমাকে বহন করে চলেছি?? এত নিষ্ঠার সাথে?? যে কোন সংকটে মনের তোষণের জন্য কি নির্দ্বিধায় আমি তোমার দ্বারস্থ হয়েছি! তুমি উপদেশ দাও না, দাও উপশম। বারবার কতবার, শতবার, বা তারো বেশি তোমার সঙ্গ নিয়েছি। তুমি আপত্তি করোনি, স্মৃতির সাথে করোনি বেঈমানি, যখনই ডেকেছি তুমি এসেছো পরম বন্ধুর মতো - অনেকটা সময় আমি করে ফেলে ক্ষয়, বুঝেছি আমি তোমার মতো বন্ধু আর তো কেউ নয়। হ্যাঁ, তুমি জীবনানন্দ।
১৪ বছর আগে এক ঝলমলে শীত দুপুরে তুমি রচনাসমগ্রের মলাটে এক সম্ভাব্য মনের দোসরের হাত হয়ে এসেছিলে আমার কাছে। তখন বড় আওড়াতাম তোমার কবিতা। সেই হতে পারেতা দোসর জিজ্ঞেস করেছিলো "তোমার প্রিয় কবি কে? জীবনানন্দ?" কোন ভাবনা ছাড়াই তোমার নাম আমি উচ্চারণ করেছি - যেভাবে মানুষ তার পরম আত্মীয়ের নাম উচ্চারণ করে।
আহ! তোমার মতো কে বলেব এমন করে এইসব কথা -
আলো -অন্ধকারে যাই --মাথার ভিতরে
স্বপ্ন নয়, -- কোন এক বোধ কাজ করে!
স্বপ্ন নয়--শান্তি নয়--ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ হয়, --পন্ড মনে হয়,
সব চিন্তা--প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়!
তোমার উপলব্ধিসঞ্জাত ভাবনা মস্তিষ্কের কোষে কোষে বিজাতীয় ভাবনার পিদিম জ্বেলে দেয়, রেঢ়ির তেলে সে পিদিম জ্বলতেই থাকে। প্রেম আসে, আসে অ-প্রেম, ঘোর বনের সবুজ আসে, আসে বিরান মরু - তুমি সব বিমূর্ত ক্যানভাসে অক্ষরের বাঁধনে কি সুন্দর বলে দাও, আমাদের ভেবে নেবার স্বাধীনতা দিয়ে!
অকবি আমি কবি হয়ে উঠি, সুদর্শনের ডানায় সন্ধ্যা ঘনানো না দেখেও বুঝে যাই কেমন হবে তার রূপ।
কর্কশ হাতে কলম উঠে আসে, হয়ে যায় তোমার ছায়াদুষ্ট(!) নিজেরই শব্দের কার্নিভাল -
কতদিন হয়তো বা শতাব্দী প্রাচীন
অপেক্ষায় কেটে যায় নির্ধূম সময়,
কপোলে জলের ছাপ এঁকে এঁকে বিলুপ্ত নদীর পাড় ঘেঁষা,
তোমার প্রবাল আঙ্গুলে অগ্নির নেশা;
সেও আমি মিটিয়েছি স্তনসম আকাশের বিজ্ঞান তলে
নক্ষত্র দেখবার ছলে।
মানুষীকে দেবার অভিযোগ নাই,
ঘৃণা-ক্রোধ-ভালোবাসা, এসব নিহত বৃক্ষের ডালে
কিভাবে পাই!
অনন্ত বিরান খরতাপে মাটির শিরা নেয় শুষে
নাগিনশ্বাসে - তোমার মুখ মানুষী দেখা দেয়
সবকিছুর শুরু ও শেষে
ঘুঘুর বুকের মতো অস্ফূট তরাসে।
আমি ফিরে যাই তোমারই ভাবনায় - ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,/অবহেলা ক'রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,/ঘৃণা করে দেখিয়াছি মেয়েমানুষেরে; আমারে সে ভালোবাসিয়াছে,/আসিয়াছে কাছে,/উপেক্ষা সে করেছে আমারে,/ ঘৃণা ক'রে চলে গেছে-যখন ডেকেছি বারে-বারে/ভালোবেসে তারে;/তবুও সাধনা ছিল একদিন,-এই ভালোবাসা;
বৈরাগ্যের মতো বেহুল ভাবনা নিয়ে আবারো "ভালোবাসা"র দাওয়ায় বসে থাকি , তার শরীরের শ্বাসের রৌদ্রগন্ধী মনের স্মৃতি নিয়ে.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।