আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকরা কেন আহাম্মক তার আরো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেল এইবার

হায় হায়! ঠিক নাস্তিক না, আসলে আস্তিকগো কথা হইতাছে। যারা ধর্ম ধর্ম কইরা বেশী চিল্লায় তাগো ঘিলু নাকি শুকায়া যায়? সেইজন্যই তো কিসব পাখি যেন আর কোন তালগাছবাদী যেন সারাক্ষণ নাস্তিকগো ঘিলু নিয়া চিন্তা করে দেখি। আর সেইজন্যই নাস্তিকরা কিছু কইলেই নোংরা তুই-তোকারি, আক্রমণের হুমকি, আর কুৎসিত গালাগালির ড্রেন খুইলা দেয় আমাগো শান্তির ধর্মের ঈমানদার ভাইয়েরা। নিচে মূল খবরের অংশবিশেষ তুইলা দিলাম। যাজাকাল্লাহ।

ধর্মীয় অভিজ্ঞতার কারণে মস্তিষ্কের অংশবিশেষ লুপ্ত হয় বলে জানাচ্ছে সাইন্টিফিক অ্যামেরিকান পত্রিকায় প্রকাশিত একটি গবেষণার বিশ্লেষণ। এই গবেষণায় জীবনের মোড় ঘুরিয়ে দেবার মত ধর্মীয় অভিজ্ঞতার সাথে মস্তিষ্কের একটি বিশেষ অংশ হিপোক্যাম্পাস শুকিয়ে যাওয়ার সম্পর্ক নির্ণয় করা হয়েছে। হিপোক্যাম্পাস মানবজাতি এবং অন্যান্য স্তন্যপায়ীদের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘস্থায়ী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি আর স্থানকাল সংক্রান্ত ক্রিয়াকলাপে হিপোক্যাম্পাস অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে থাকে। ডিউক ইউনিভারসিটির অ্যামি ওয়েন আর তার সহকর্মীদের করা এই গবেষণায় এই ফলাফল নিয়ে গবেষক নিজেই বিষ্ময় প্রকাশ করে বলেছেন যে, "আগের অনেক গবেষণায় দেখা গেছে যে, মস্তিষ্কের ক্রিয়া, উদ্বেগ, এবং ডিপ্রেশনের ওপর ধর্মের বেশ উপকারী প্রভাব রয়েছে।

কাজেই এই গবেষণার ফলাফল বেশ বিষ্ময়কর। " ওয়েন এবং অন্যান্যদের পরিচালিত এই গবেষণায় বিশেষ করে ধার্মিকদের নির্দিষ্ট করে লক্ষ্য করা হয়েছে। দেখা যাচ্ছে যে, বেশী ধার্মিকদের হিপোক্যাম্পাস শুকিয়ে যাওয়ার হার অধার্মিকদের তুলনায় অনেক বেশী। তবে আবার মজা হচ্ছে যে, এই দুটোর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে সাইন্টিফিক অ্যামেরিকান এও বলছে যে, আসলে কোন কারণে কোনটা হচ্ছে তা আগে ঠিক করতে হবে। অতিধার্মিকতার কারণে মগজ শুকিয়ে যাচ্ছে না মগজ শুকিয়ে যাওয়ার কারণে মানুষ অতিধার্মিক হয়ে উঠছে তা বুঝতে হবে।

আমার মত হইলো, যেইটাই হউক, আমাগো আস্তিক ভাইগো লাইগা সহানুভূতি। মস্তিষ্ক নামক পদার্থ তাদের বিশেষ কাজে লাগে না। তবে ঈমানদার অমুক ভাই আর মোমীন তমুক ভাই, একটু সইমঝা চইলেন ভাই। আপনারা না থাকলে আমাগো ভালো লাগে না। ব্লগে এন্টারটেইনমেন্টের অভাব হয় আর কী।

মূল খবর এইখানে: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.