আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের নাস্তিকরা প্রকৃত নাস্তিক নয়! তাহলে কাহিনীটা কী?



অনলাইন জগতে নাস্তিক দাবিদার উজ্জা, মহসিনা, শুভ্র, আসিফসহ শহবাগিরা কি আসলেই নাস্তিক ?
:অনেকের কাছে প্রশ্নটা অবান্তর মনে হলেও এটাই সত্য যে নাস্তিক দাবিদার অনেকেই মূলত নাস্তিক নয় ৷

নাস্তিকতার মধ্যে অন্যের ধর্মকে কটাক্ষ করার কোনো সুযুগ নেই, নাস্তিকরা ধর্ম না মানতে পারে তবে অন্যের ধর্মকে কটাক্ষ করেনা ৷ তার সবচেয়ে বড় প্রমান জাপানিরা ৷ জাপানিরা ৯০ ভাগ নাস্তিক কিন্তু কখনো এমন শোনা যায়নি যে জাপানি কোনো লোক অন্যের ধর্মকে কঠাক্ষ করে ধর্মদ্রোহী কোনো কথা বলেছে ৷

তাহলে আমাদের দেশে এই কুলাঙ্গারেরা কি ধর্মদ্রোহী ?
:না তারা ধর্মদ্রোহীও নয়, যদি তারা ধর্মদ্রোহী হত তাহলে তারা সমান ভাবে সকল ধর্মকে সমালচনা করত ৷ কিন্তু তারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের সমালোচনা করেনা, বরং অনান্য ধর্মের প্রতি তাদের প্রচুর সহনবতিশীল দেখা যায় ৷

যেমন সাদিয়া সুমি উজ্জা ও কাফের মহসিনার ওয়াল চেক করলে দেখা যাবে ইসলাম বিরোধী হাজার হাজার লেখায় তাদের ওয়াল ভরপুর, কিন্তু হিন্দু বোদ্ধ কিংবা খৃস্টান ধর্মের বিরদ্ধে তাদের কোনো লেখা নাই ৷ বাস্তবতা হলো অন্য ধর্ম গুলার মধ্যে প্রচুর সমালোচনার বিষয় রয়েছে ৷

যেমন হিন্দু ধর্মের দেব-দেবিদী কার্যকালাপ খুবই আপত্তি জনক উদাহরন সরূপ একটা ঘটনা তুলে ধরলাম-

"ব্রহ্মার কন্যা স্বরস্বতী হলেন বিদ্যার দেবী।
স্বরস্বতীর রূপ দেখে তার বাবা ব্রহ্মা উত্তেজিত
হয়ে পড়লেন। পিতার কামোদ্দীপনা থেকে বাঁচার জন্য স্বরস্বতী ভূমির চারিদিকে পালিয়ে বেড়ালেন,কিন্তু বাবার হাতে ধরা পড়লেন। স্বরস্বতী তার বাবা ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করলেন। অতঃপর ব্রহ্মা এবং তার কন্যা স্বরস্বতী স্বামী-স্ত্রীর ন্যায় ১০০ বছর সহবাস করলেন। তারা স্বয়ংভূমারু নামে এক পুত্র এবং শতরূপা নামে এক কন্যার জন্ম দেন। অতঃপর তারাও দুজন দুজনের সাথে সহবাস করে এবং তাদের মিলনের ফলে ব্রহ্মা দুজন দৌহিত্র ও দুজন দৌহিত্রা লাভ করেন।"
(মৎস্য পুরাণ ৩ঃ৩২; ভগবত পুরাণ ৩ঃ১২-২৮)

তথাকথিত নাস্তিক পিয়াল, জেবতীক, উজ্জাদের কখনই এইসব বিষয় নিয়ে সমালোচনা করতে দেখা যায়না, তারা অযুঅক্তিক ভাবে ইসলামের সমালোচনায় ব্যস্ত ৷

আসলে এইসব শাহাবাগীরা নাস্তিক-ফাস্তিক কিছুই না তারা মূলত ভারতীয়"র"(RAW ) এর এজেন্ট, এদের দিয়ে"র"মুসলমানদের অন্তরে আঘাত হানতেই এইসব করাচ্ছে ৷ এর পিছনেও বড় একটা করন রয়েছে ৷ লেখা বড় হয়ে যাবে তাই এখানে উল্লেখ করছিনা ৷

বিঃ দ্রঃ লেখাটা আর বড় করলামনা, বড় লেখা আপনারা পড়তে চাননা ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.