দেশের মানুষকে ভালোবাসি
নাস্তিকরা নিজেদেরকে খুব চালাক ভাবে,আর অন্যদেরকে গালাগালি করে ধর্মান্ধ বলে।আসলে অজ্ঞরাই অন্যের সমালোচনা করে অযাচিত ,অযেৌক্তিকভাবে।নাস্তিকরা বলে,আস্তিকরা স্রষ্টাকে না দেখে কিভাবে বিশ্বাস করে ?
আমার প্রশ্ন নাস্তিকদের প্রতি,
নাস্তিকদের কেউ কি গোটা সৃষ্টিজগত আয়ত্ব করতে পেরেছে ? তাহলে কী করে বুঝল সে ,স্রষ্টা বলতে কিছুই নেই ?এমন ০ তো হতে পারে সে যেথায় যেতে পারে নাই,সেখানাই স্রষ্টা বিদ্যমান ?
তাছাড়া মজার ব্যাপার হলো,আস্তিকরা যেমন বিশ্বাস করে স্রষ্টা আছেন,তেমনভাবে নাস্তিকরা ০ তো বিশ্বাস করে,
স্রষ্টা নেই।
সুতরাং নাস্তিকরা ০ একধরনের আস্তিক।কারণ নাস্তিকরা বিশ্বাস করে স্রষ্টা নেই।আর আস্তিকরা বিশ্বাস করে স্রষ্টা আছেন।দুটোই বিশ্বাসের ব্যাপার ;একটি ইতিবাচক অপরটি নেতিবাচক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।