আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপ কটলারের সাথে সন্ধ্যাটা কাটালাম

এতকিছু ... ওই সিনেমার জন্যই... হ্যাঁ। ফিলিপ কটলার এখন ঢাকায় অবস্থান করছেন। তার সেশন শুরু হবার কথা ছিল চারটায়। কিন্ত!!!! জ্যামে তিনি ক্লান্ত হয়ে গেছেন। রেস্ট দরকার।

বুড়া মানুষ তাই সোয়া পাঁচটা বাজালেন। আজ সন্ধায় হোটেল সোনারগায়ে মার্কেটিং গুরু ফিলিপ কটলারের সাথে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকগন মতবিনিময় করেন। এটি ফিলিপ কটলারের প্রথম বাংলাদেশ ভ্রমন। ফিলিপ কটলার প্রথমেই বাংলাদেশের গার্মেন্টস খাতের সফলতার কথা গুরুত্বেও সাথে উল্লেখ করেন। তারপর তিনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের সফলতা ও কমদামে উৎপাদনে কমপিটিটিভ অ্যাডভানটেজের কথা উল্লেখ করেন।

তিনি ডঃ মোহম্মদ ইউনুসের নোবেল বিজয় ও দারিদ্র বিমোচনে সফলতার কথা বিশেষভাবে বলেন। অতঃপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কে তিনি? আয়োজক কারা? ফিলিপ কটলার বিশ্বব্যাপী মার্কেটিং এর জনক ও মার্কেটিং গুরু হিসেবে স্বীকৃত। তাঁর লেখা প্রিনিপালস অব মার্কেটিং ও মার্কেটিং ম্যানেজমেন্ট বই দুটি সারাবিশ্বের মার্কেটিং ও ব্যবসায় প্রশাসনের ছাত্রদেও জন্য অবশ্যপাঠ্য ও স্বীকৃত টেক্সট বুক। এ বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ফিলিপ কটলারকে বাংলাদেশে এনেছে তার অর্জিত জ্ঞান ও চর্চাকে বাংলাদেশের ছাত্র, পেশাজিবী সহ ব্যবসায়িক নেতাদের সাথে শেয়ারের জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.