এতকিছু ... ওই সিনেমার জন্যই...
গতকাল বাংলাদেশ ব্যান্ড ফোরাম ঢাকা শেরাটন হোটেলের মার্বেল রুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে আসছে ৮ জুন অনুষ্ঠিতব্য মার্কেটিং গুরু প্রফেসর ফিলিপ কটলারের সাথে বাংলাদেশী মার্কেটিং পেশাদারদের একটি সেশনের ঘোষনা দেয়া হয়। এই সেশনটির নাম “প্রফেশনাল মাস্টারক্লাস উইথ প্রফেসর ফিলিপ কটলার”। এই সেশনে অংশ নেবেন বাংলাদেশের বিশিস্ট কর্পোরেট নেতৃবৃন্দ, ম্যানেজার ও মার্কেটিং পেশাদারগন।
আসছে ৮ জুনে পৃথিবী বিখ্যাত মার্কেটিং গুরু ফিলিপ কটলার বাংলাদেশী পেশাদারদের জন্য ভ্যালু ড্রাইভেন মার্কেটিং বিষয়ে তাঁর মুল্যবান মতামত শেয়ার করবেন আগামী ৮ জুন রেডিসন ওয়াটার গার্ডেনে।
প্রফেসর ফিলিপ কটলার যিনি “ফোর পি (বর্তমানে সেভেন পি)” এর জনক। একইসাথে তিনি গত ৫৫ বছর ধরে প্রচলিত মার্কেটিং রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য স্বীকৃত “স্যোশাল মার্কেটিং” এর ও প্রবর্তক। ডঃ কটলার প্রিন্সিপালস অব মার্কেটিং ও মার্কেটিং ম্যানেজমেন্ট বইগুলোর প্রবর্তক, যা সারা পৃথিবীতে বিজনেস স্কুলগুলোতে অবশ্যপাঠ্য বই হিসেবে স্বীকৃত এবং এখন পর্যন্ত বিক্রয়সংখ্যা ২০ মিলিয়ন কপি।
প্রফেসর কটলার হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি তিনবার মার্কেটিং জার্নালে গবেষনাপত্র প্রকাশের জন্য কোভেটেড আলফা কাপ্পা পিএসআই অ্যাওয়ার্ড জিতেছেন যা বিশ্বেও ৫০ জন ব্যবসায়ীক গুরু কতৃক ১৯৯৮ সাল থেকে স্বীকৃত। ২০০৮ ও ২০০৯ সালে থিংকারস৫০ কতৃক শীর্ষ দশজন মার্কেটিং চিন্তাবিদের মধ্যে স্থান করে নেন ফিলিপ কটলার।
ডঃ কটলার এক পাঠানো লিখিত বিবৃতির মাধ্যমে সংবাদমাধ্যমকে জানান, আগামী জুনের ঢাকা সফর নিয়ে আমি আশাবাদী যেখানে আমি আমার মার্কেটিং ধারনাসমূহ ও চর্চা ভাগাভাগি করতে পারবো। আমি জানি আপনাদের বাংলাদেশ পৃথিবীর অস্টম জনবহুল দেশ এবং ইতিমধ্যেই “নেক্সট ইলেভেন” অর্থনৈতিক দেশ সমূহের মধ্যে স্থান করে নিয়েছে। সিটিগ্র“প বাংলাদেশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধিকারক দেশ হিসেবে উপস্থাপন করেছে। আমি আশা করছি আপনাদের কাছ থেকে শুধু আমার ধারনাসমূহ যা অন্যদেশসমূহে চর্চা হচ্ছে সেগুলো ভাগাভাগিই নয় আপনাদের কাছ থেকে কিছু শিখতেও পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।