আজিকে প্রভাতে জাগিয়া দেখিলুম ঝরিছে টিপ টিপ বৃষ্টি , সাথে সাথে আমি বসিয়া গেলাম করিতে নতুন কিছু সৃষ্টি। রাস্তার ধারে তিন চাকা থামাইয়া কাঁপিছে দেখো ঐ গরিব লোকটি , ঘর হতে বাহির হয়নি আজিকে কোন 'বাবু' মহাশয় তিন চাকাতে উঠে নাই কোন ব্যক্তি । ফিরিবার সময় কিনে নিতে হবে এক কেজি চাল, সাথে আরও কিনিতে হবে পেঁয়াজ, সয়াবিন আর মসুরের ডাল । চিন্তায় চিন্তায় দেখো কপালে তাহার পড়িয়াছে কালো ভাঁজ ! এমনি করিয়া কি কাটিবে বেলা ! শূন্য হাতে ফিরিবে আজ? তাহাকে দেখিয়া মন উঠিল কাঁদিয়া করিলাম বৃষ্টিকে বারণ , গভীর রাত্রিতে যত চাও ভিজাইয়া দিও আমাদের এই মন কিন্তু তুমি ফের দিনে আসিতে পারিবেনা ঐ গরীব লোকটাই তার কারণ । ফজলে এলাহি (কবি ও কাব্য) ০২/০৬/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।