সতকর্ীকরণ: ব্লগটি আজেবাজে, রগরগে, গালাগালি এবং বকাবাজ্জিতে ভরা ।
আজকে ব্যাংকে আম্মার ডিপিএসের টাকা জমা দিয়ে পাশে বশির ভাইয়ের সাইবার ক্যাফেতে এলাম । এসে দেখি কারেন্ট নেই । মাহমুদ ভাই বললো আর দশ মিনিট পর কারেন্ট আসবে, তাই তার সাথে আড্ডা দিতে শুরু করলাম ।
একটু পরেই একটা বোরকা পড়া কিন্তু মুখ খোলা অল্প বয়সী একটা মেয়ে এসে বললো, 'খালি আছে ?'
মাহমুদ ভাই বলে বসলো, 'সবই খালি আছে, (একটু থেমে ) কিন্তকারেন্ট নেই ।
'
কারেন্টের যা অবস্থা তাতে এ ধরনের রসিকতা না করাটাই বেরসিক মনমানসিকতার প্রকাশ । কিন্তু মেয়েটি রসের আকালের এই দিনে এই সরস অভিব্যাক্তির কোন জবাব বা প্রতূ্যভিব্যাক্তি না করেই চলে গেল ।
আসলে জাতি হিসেবেই আমরা বেরসিক, আমাদের পাশের দেশ ভারতেরই কোন কোন অঞ্চলের মানুষ খুব রসিক । যেমনন রসিক ফরাসী জাতির পাশের ইংরেজরাই এমন বেরসিক । আসুন আমরা এই বেরসিকতা থেকে বেড়িয়ে সবাই মিলে একটা রসিক জাতিতে পরিণত হই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।