আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি বেরসিক?

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সকাল বেলা সাতটা কি সোয়া সাতটা বাজে। আমি রান্নার কাজে ব্যস্ত। হঠাৎ আকাশের উত্তর-পূর্ব কোণে ঘন কালো মেঘের উপস্থিতি। সাথে সাথে প্রচন্ড দমকা বাতাস।

দরজা-জানালা ঝটপট বন্ধ করলাম। মনে মনে আশা জাগল তবুও যদি একটু বৃষ্টি হয়। গত কয়দিনের তপ্ত হাওয়ায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তার সাথে এক ঘন্টা পর পর বিদ্যুতের লোড শিডিং তো আছেই। কিন্তু কোথায় বৃষ্টি কোথায় কি? ভেলকী বাজির মতো মুহূর্তেই সব কেটে গেল।

ঝকঝকে রোদে আকাশ ছেয়ে গেল। উপরি পাওনা হিসেবে দিয়ে গেল ঘরভর্তি ধুলোবালি আর বিদ্যুতের লো বল্টিজ। লাইটও জ্বলেনা, ফ্যানও ঘুরেনা। তবে টিভিটা চলছে। আমি তখন অফিসের জন্য তৈরী হচ্ছি।

কিন্তও গরমে টেকা যাচ্ছেনা। ঘরে আইপিএস আছে। কিন্তু যেহেতু লো বোল্টেজের বিদ্যুত আছে তাই সেটা কাজ করছে না। এই মুহূর্তে বিদ্যুতের মেইন সুইচটা বন্ধ করে দিলে আইপিএস কাজ করবে। ফ্যানের বাতাসে আমি স্বস্তিতে অফিসের জন্য তৈরী হতে পারব।

কিন্তু টিভিটা অন করা। এনটিভিতে গানের ষ্টেজ প্রগ্রাম দেখাচ্ছে। ১লা বৈশাখের অনুষ্ঠানের পুণঃপ্রচার। ষ্টেজে তখন বেবী নাজনীন। আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী।

তার কন্ঠে তখন আমার প্রিয় একটি গান-‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ------। ’ এদিকে আমি ঘেমে-নেয়ে অস্থির। শেষ পর্যন্ত গরমের কাছে আমাকে পরাস্ত হতে হলো। আমি মেইন সুইচটা বন্ধ করে দিলাম। ফ্যান চলল, আমি স্বস্তি পেলাম।

কিন্তু আমার প্রিয় শিল্পীর কন্ঠে প্রিয় গানটির সবটুকু শুনা হলনা। আমি কি বেরসিক?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।