মাঝে মাঝেই এখানে অনাকাংক্ষীত অতিথির আনাগোনা হয়.......
দুইদিন আগে সিকিউরিটি পোষ্টে পান্চইন করতে যেয়ে জেটির দিকে তাকাতেই পুরা চোখ আটকে গেল অতিথির দিকে......ভদ্রলোক এক দৃষ্টিতে তাকায় আছে জেটির সিড়ির দিকে.......নড়েও না চড়েও না.........
আরও মজা সে সময়েই কয়েকটা এ্যারাইভেল ছিল.....গেষ্ট সিড়ি দিয়ে উঠতে যেয়েই থমকায় যাচ্ছে ........ ১ম দফায় কয়েকজন অতি সাহসী গেষ্ট চোখ কান বুঁজে পার হয়ে গেছে ...... তারপর ভদ্রলোক যখন আড়মোড়া ছেড়ে একদম সিড়ির কাছে আছে তখন পুরাই রাস্তা বন্ধ........
ফ্রন্ট অপিসের ডিউটি ম্যানেজারের ক্যামেরায় তোলা "ভদ্রলোকের" কয়েকটি ছবি দিলাম........
উনাকে "ভদ্রলোক" বললাম এইজন্য জেটিতে মেয়েদের দিকে ফ্যালফ্যাল করে তাকায় ছিল......
পরে অনেক কষ্টকরে সিকিউরিটিরা উনাকে জংগোলে দিয়ে আসে......
গতকাল বিকেলে ডিউটিতে এসে ব্লকে গেছি চেক করতে......ব্লক চেক করে আসার পথে হটাৎ ডানে বামে তাকায় দেখি রাস্তার দুই পাশ গোটা বিশেক বান্দর বসে আছে.......ছোট মাঝারি বড়ো যুবক যুবতী সব রকমই আছে....আমি তো পুরাই থতমত...............
এর মাঝে দেখি এক কাপল ( বান্দর দম্পত্তি ) ভালোবাসায় মত্ত.......আমি আরও থতমত.......
যাই হোক আমারে দেইখা কাপলটা দুঃখ ভরা চোখা তাকায় ঝাইড়া দৌড়......সাথে সাথে দেখি দলের সবাই আমারে ভেংচি দিয়া হাউকাউ করতে করতে দৌড়..........
কি আর করা বান্দরের অভিশাপ( ??!!!!!!) নিয়া পরে অফিসে চলে আসলাম.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।