আমাদের কথা খুঁজে নিন

   

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিন সুন্দরবনকে

"যাদের মুখের বুলি আজ আগুন জ্বাল, আগুন জ্বাল /..../তাদের কেউ চাই না রে "মাগো.." তোর ভাল"। । । বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ তথা কাদাপানির বন সুন্দরবন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে এক নম্বর স্থান পাওয়া উচিত এবং চলতি প্রতিযোগিতায় তা যোগ্যতম দাবিদার। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম জোয়ারবিধৌত গরান বনভূমি।

নানা মানুষের আগ্রাসনে বর্তমানে সুন্দরবন সঙ্কুচিত হয়ে এসেছে। বনের দুই-তৃতীয়াংশ বাংলাদেশের, বাকিটা প্রতিবেশী রাষ্ট্রের। এখানে বিরল প্রজাতির প্রায় ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে এর মধ্যে ১২১টি পুরুষ, ২৯৮টি স্ত্রী, ও ২১টি বাচ্চা বাঘ, ৩০ হাজার হরিণ রয়েছে। হাঙ্গর, কুমির, বানর, নানা প্রজাতির পাখি, পতঙ্গ, অজগর সাপসহ তিন হাজার প্রজাতির উদ্ভিদ, ২১৭ প্রজাতির পাখি, ১৪ প্রজাতির জলজ প্রাণী, ৪২ প্রজাতির বন্যপ্রাণী এবং দুই হাজার ১০ প্রজাতির মাছ রয়েছে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিন সুন্দরবনকে ১৮৭৫ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেয়া হয়।

১৯৭৭ সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেয়া হয়। এই সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ছয় লাখ লোকের জীবিকার উৎস। এখান থেকে মধু সংগ্রহ করে, মাছ ধরে, জ্বালানি সংগ্রহ করে, গোল পাতা সংগ্রহ ও বিভিন্ন পেশাই নিয়োজিত থেকে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করছে। বিগত সিডর ও আইলায় বেশ ক্ষতিগ্রস্ত হলেও সুন্দরবন দ্রুত প্রাকৃতিক শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে সেখানকার মানুষগুলিও। এ যেন আর এক মুক্তিযুদ্ধের বিজয়।

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিন সুন্দরবনকেসম্প্রতি সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আমরা যখন ভোটযুদ্ধে প্রচার বিপ্লবে মুখরিত, আমাদের লক্ষ্য যেমন করেই হোক ছিনিয়ে আনতে হবে পৃথিবীর জীববৈচিত্র্যের সৌন্দর্যের রানীর মুকুট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.