আমাদের কথা খুঁজে নিন

   

আইপড কিনতে কিডনি বিক্রি

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। ১৭ বছর বয়সী জিয়াও ঝেং এর খুব শখ আইপ্যাড কিনবার, কিন্তু সাধ্যে কুলায় না। তাই বলে শখ অপুর্ণ থেকে যাবে? এমন অবস্থায় এক দালাল এর সাথে পরিচয় হয়, যে তার কিডনি বিক্রি করে দিতে রাজী। সে চলে যায় আরেক প্রদেশে। কিডনি বিক্রি করে পায় ৩৯০০ ইউ এস ডলার, এই টাকা দিয়ে সে একটি নতুন আইপ্যাড ও একটি আইফোন কিনে বাসায় ফিরে আসে। তার মা সংবাদ মাধ্যম কে বলেন, তার ছেলে একটি নতুন কম্পিউটার ও আইফোন কিনে বাসায় আসে। এত দামী জিনিস কিনতে কোথায় টাকা পেল জিজ্ঞেস করলে সে তার কিডনি বিক্রির কথা জানায়, যদিও প্রথমে বলতে চায় নি। তার মা তাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত যান এবং জানতে পারেন ফুজিয়ান প্রদেশের এক ব্যাবসায়ি ঐ অপারেশন থিয়েটার ভাড়া করেন। অবশ্য তিনি দালালের সাথে যোগাযোগ করতে ব্যার্থ হয়েছেন, কারন তার মোবাইল ফোন টি বন্ধ রয়েছে। তার মা আশা প্রকাশ করছেন যে তিনি কালপ্রিট দের ধরতে পারবেন! সুত্রঃ Click This Link আমার কথা: বেকুব তো গাছে ধরে না, মানুষের পেট থেকেই বেকুবরা জন্ম নেয়!!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.