আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের টাচস্ক্রীন আইপড

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

আইফোন বাজারে আসার পর থেকেই আপেল ভক্তরা অাশা করছিলেন টাচস্ক্রীন আইপডের। বিশ্বের সর্বাধিক বিক্রিত এমপি-৩ প্লেয়ারের আরো বড় আকারের স্ক্রীনসহ টাচ প্রযুক্তি আসবে এটা সবার আশা ছিল। আজ (বুধবার, ৯/০৫/০৭) আপেল সি.ই.ও মিঃ স্টীভ জোবস ঘোষণা দিলেন সেই আইপডের সানফ্রান্সিস্কোতে। খবর দেখুন এখানে আমি পড়েছি মুশকিলে।

আমার ৩০ গিগাবাইটের ভিডিও আইপডটা কি করবো ভাবছি এখন। যদি বলি নতুন টাচস্ক্রীন আইপড নিতে যাচ্ছি তাহলে নির্ঘাত গিন্নির বকা শুনতে হবে। বলবে "অর্থ অপচয় করার আর জায়গা পাওনা!" এটাকে একাডেমিক ডিসকাউন্টে যা দিয়ে কিনেছিলাম এখন সে দামে ৮০ গিগাবাইটের পড পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন মিঃ জোবস। কাউকে গিফট দিলেও এখন নিবে কিনা সন্দেহ। কেন যে তারা এত তারাতারি টেকনোলজিতে পরিবর্তন আনে? লেটেস্ট পাওয়ার লোভে অপচয়কারী হবার বিপদে আছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.