আমাদের কথা খুঁজে নিন

   

আমার আইপড ন্যানো!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

গান শোনার নেশা আমার বেশ ছোটবেলা থেকেই। দেশে থাকতে বিভিন্ন ধরনের এমপিথ্রি প্লেয়ার ব্যবহার করেছি। কিন্তু কোন এমপিথ্রি প্লেয়ারেই ঠিক ততটা সন্তুষ্ট হতে পারিনি। অবশেষে আইপড কিনলাম বেশ কয়েক বছর হলো। বাজারে বিভিন্ন ধরনের আইপড পাওয়া যাচ্ছে, তবুও আইপড ন্যানোই আমার কাছে সবচেয়ে বেশী ভালোলাগে।

অপেক্ষাকৃত বেশ ছোট, হালকা এবং তুলনামূলক ভাবে বেশ সস্তা। সবকিছু মিলিয়ে ন্যানোকেই বেছে নিয়েছি। এখন যে আইপডটা ব্যবহার করছি, সেটা দ্বিতীয় প্রজন্মের ৮ গিগাবাইট কালো আইপড। এরআগে ৪ গিগাবাইটের সিলভারটা ব্যবহার করেছি। প্রথম দেখাতেই খুব ভালো লেগেছিলো কালোটা, কিন্তু আর্থিক কারণেই অনেকটা বাধ্য হয়েই সিলভারটা কিনতে হয়েছিলো।

দু'টো আইপডই দ্বিতীয় প্রজন্মের। উল্লেখ্য, দ্বিতীয় প্রজন্মের আইপড ন্যানোর মধ্যে শুধুমাত্র কালো এবং লাল রংয়ের ৮ গিগাবাইট ন্যানো পাওয়া যায়। এক নজরে দ্বিতীয় প্রজন্মের আইপড ন্যানো ৮গিগাবাইটঃ বৈশিষ্ট্যসমূহঃ - প্রায় ২০০০ গান ধারণে সক্ষম। - কয়েক হাজার ছবি ধারণে সক্ষম (ছবির সাইজরে উপর নির্ভরশীল)। - ১.৫ ইঞ্চি রঙিন ডিসপ্লে।

- কাস্টমাইজড মেনু সেট করা সম্ভব। - মাত্র ১.৪১ আউন্স ওজন। - পূর্ণ চার্জে একটানা ২০ ঘন্টারও বেশী গান প্লে করতে সক্ষম (পরীক্ষিত)। - বিভিন্ন অডিও ফরম্যাট সাপোর্ট করে (এএসি, এমপিথ্রি, ওয়েভ, এআইএফএফ)। - বিভিন্ন ফরম্যাট ইমেজ সাপোর্ট করে (জেপিইজি, বিএমপি, জিআইএফ, টিআইএফএফ, পিএসডি)।

- বিল্ট ইন গেমস(ব্রিকস, মিউজিক কুইজ, প্যারাসুট ও সলিটার)। - বিল্ট ইন এ্যড্রেস বুক। এত ছোট্ট একটা ডিভাইসে কি করে এত কিছু করা সম্ভব সেটাই ভাবা যায়না, অন্তত আমার কাছে ডিভাইসটা বেশ জোশ বলেই মনে হয়েছে। সবচেয়ে বড় কথা হলো খুব হার্ডকোর লিসেনারদেরও প্রতিদিন এটা চার্জ দেয়ার প্রয়োজন নেই। গান সিনক্ করার সময়ই এটা চার্জ হয়, যদিও এসি এ্যাডাপটার দিয়েও সেটা করা সম্ভব, তবে তার কোন প্রয়োজন আদৌ আছে বলে আমার মনে হয়না।

ব্যবহার করা খুবই সহজ, নতুন যারা ব্যবহার করছেন, তাদেরও এটা ব্যবহার করা শিখতে ১/২ ঘন্টার বেশী সময় লাগার কথা নয়। একটা ব্যাপার আমার কাছে ভালোলাগেনি, সেটা হলো এটাতে ভিডিও প্লে করা সম্ভব নয় (তৃতীয়, চতুর্থ প্রজন্মের ন্যানোতে সেটা সম্ভব)। সমসাময়িক প্রায় সবগুলো মিউজিক প্লেয়ারে ভিডিও প্লে করা সম্ভব, সেখানে এই আপডে কেন এই ভিডিও চালানোর ব্যবস্থা নেই সেটা আমার বোধগম্য হয়নি, বিশেষ করে যদি দামের কথা আসে তবেতো কথাই নেই। আর একটি বিষয় এ্যাপল এখনো এড়িয়ে যাচ্ছে সেটা হলো এফএম রেডিও। অনেক কম দামি মিউজিক প্লেয়ারেও এফএম রেডিও ব্যবস্থা থাকে, যেটা গান শোনার পাশাপাশি বিনোদনের আরেকটি গুরূত্বপূর্ণ মাধ্যম।

যদিও বিভিন্ন প্রতিষ্ঠান আইপডের উপযোগী এফএম ডিভাইস তৈরী করছে, কিন্তু এত দাম দিয়ে একটা ডিভাইস কেনার পর আবার টাকা খরচ করে রেডিও শোনার জন্য ডিভাইস কেনার পক্ষপাতী আমি নই। সে দিক থেকে মাইক্রোসফট্-এর জুন অনেক বেশী সমৃদ্ধ। দু'একটা বিষয় বাদ দিয়ে দেখলে আইপড ন্যানো গান শোনা ডিভাইসগুলোর মধ্যে অপ্রতিদ্বন্দী, অন্তত আমার কাছে। তাই হাতে টাকা থাকলে, চোখ বন্ধ করে কিনে ফেলুন। আর পাশাপাশি আপনার আইপড উপযোগী একটা কভার কিনে নিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্যারান্টি দিচ্ছি আইপড ন্যানো আপনার ভালো লাগবেই। বিঃদ্রঃ- বাজারে এখন দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের আইপড পাওয়া যাচ্ছে, তবুও আমি এখনো দ্বিতীয় প্রজন্মের আইপড ন্যানোই ব্যবহার করছি। মাইক্রেসফটের জুন কিনেছি কিছুদিন হলো, আশা করছি আরো কিছুদিন ব্যবহার করে ওটা নিয়েও একটা লিখা পোস্ট করবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.