আমাদের কথা খুঁজে নিন

   

এবার 'কথা বলা' আইপড!

যেমন ঢাঁকের বাড়ি তেমনি নাচুনে বুড়ি.....

বাজারে আইপডের নতুন চমক হাজির হয়েছে। পণ্যটি তার ব্যবহারকরীকে গান শোনানোর পাশাপাশি কথাও শোনাবে। শুক্রবার এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এইসব তথ্য জানায় নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জসউইয়াক। ব্যবহারকারীকে গানের নাম, তালিকা ও গায়কের নাম কথা বলে জানিয়ে দিবে নতুন মিউজিক প্লেয়ারটি। ইংরেজি, ফরাসি, জার্মানিসহ ১৪ টি ভাষায় কথা বলতে পারবে নতুন এই মিউজিক প্লেয়ার।

চার গিগাবাইটের এই প্লেয়ারিটিই প্রথম কথা বলা আইপড। সেই সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মিউজিক প্লেয়ারও যা আগের মডেলগুলোর আকারের প্রায় অর্ধেক। নতুন আইপডটি এমনকি আকারে একটি ‘ডাবল এ’ ব্যাটারির চেয়েও ছোট। যাতে এক হাজারেরও বেশি গান রাখা যাবে। সেই সাথে এর কন্ট্রোল সিস্টেমও আরো সহজতর করা হয়েছে।

এয়ার ফোন কর্ডের মধ্যেই এর কন্ট্রোল সিস্টেমটি যুক্ত করে দেয়া হয়েছে। বিশ্ময়কর রকম ক্ষুদ্র নতুন এই আইপডটি কথা বলার মাধ্যমে ব্যবহারকারীর সাথে নতুন ধরনের সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে বলে মনে করেন গ্রেগ জসউইয়াক। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যটির মূল্য ধরা হয়েছে ৭৯ ডলার। সূত্র: চায়না ভিউ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.