আমাদের কথা খুঁজে নিন

   

বিশাল বিপদে আছি আইপড টাচ নিয়েঃ ভাইয়েরা প্লীজ কেউ বাচান

সারাদিন ফুর্তি করবেন আর বলগ পরবেন। হৃদয় ভাল থাকিবে আমার আইপডটা ২য় জেনারেশনের। কয়েকদিন আগে ব্লগে আমার আইপডে এপস নামানোর জন্য সাজেশন চেয়ে একটা ব্লগ লিখি। অনেকেই অনেক রকম সাজেশন দেন। এক ভাই আমার আইপডটা জেইল্ব্রেক করার জন্য বলেন।

জেল্ব্রেক ব্যাপারটা আমার কাছে বেশহ নতুন। কয়েকদিন টানা নেটে পড়াশোনা করলাম জেইল্ব্রেক নিয়ে। পড়ে যা বুঝলাম তা হচ্ছে এই ব্যাপারটা বেশ সহজ এবং কাজটা আমি ঘরে বশে নিজে নিজেই করতে পারবো। নেট থেকে নিজে নিজেই স্পিরিট সফট টা নামাইলাম। করেও ফেললাম জেইলব্রেক।

তবে করার পর কিছু সমস্যা হইল। নতুন কিছু থিম লাগানোর পর দেখলাম আমার ডিভাইস টা অসম্ভব স্লো হয়ে গেছে। ভাবলাম আমার আইপডটা অনেক আগের মডেলের হইয়াতে হয়তোবা এইসব নতুন নতুন চালাইতে পারতেছে না। যাইহোক অবশেষে ভেবে দেখলাম এইসব হাঙ্কি পাঙ্কি করে লাভ নাই যাই ছিলাম ভালো ছিলাম। এখন পুরো আগের অবস্থাতে ফেরত আসার এক্টাই উপায় আইপড রিসেট দেয়া।

সেটিংস> জেনারেল> রিসেট> ইরেজ অল ডাটা দিলাম। আমারে বলে এক ঘন্টা লাগবে। ভালো কথা। রিসেট দিয়ে ব্যাগের ভিতর ঢুকায়ে পড়াশোনা করতে লাগ্লাম। কিছুক্ষন পর দেখি আইপড রিবুট নিতেছে ।

মনে করলাম কাজ শেষ। সমস্যার শুরু এর পর থেকেই। চালু করলেই এপলের আইকন এ এসে হ্যাং হয়ে যাচ্ছে। আবার নেটে ঘাটাঘাটি শুরু করলাম। একটা সলুশন পাওয়া গেল কম্পু থেকে সিস্টেম রিস্টোর দেয়া।

কাল সারারাত ধরে ফারমওয়ার ডাউনলোড করলাম। আজকে সকালে উঠে নতুন করে ম্যানুয়ালি অই ফার্মওয়ারটা ইন্সটল দিয়ে গিয়ে দেখি আর নেয় না। এক্সট্রাক্ট হয়, ইন্সটল শুরু হয় কিন্তু একটু পর ই এরর দেখায়। স্ক্রিনশট দিয়ে দিলাম.। void(1); বারবার শুরু করি, বারবার একই কাহিনী।

ভাইয়েরা আমারে বাছান, মাথা পুরাই আওলায়ে গেছে। কয়েকদিন আগে মোবসিল ছিনতাই হইছে, এখন যদি আইপডটাও নষ্ট হয়ে যায় বাপ-মা আমারে পুরাই খায়া ফেলাইবে। পিলিজ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.