আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা তুমি কি?

আমি আমার দেশকে ভালবাসি। দেশের জন্য কাজ করতে চাই। লিখতে চাই মানুষ ও মানবতার জন্য। ভালবাসা তুমি কি? বড় জানতে ইচ্ছে করে।. তুমি কি আধার রাতের পরে ভোরের সূর্য পুব আকাশে ওঠা? নাকি তুমি শখের বাগানে আদর যতনে প্রথম গোলাপ ফোটা। নাকি তুমি পথের ধূলোয় অনাদরে অবহেলায় পরে থাকা কোন শিশুর একটু সুখ প্রত্যাশা। নাকি তুমি শত দুঃখ কষ্টের মাঝে বেঁচে থাকার অদিম্য আশা। তুমি কি পাঁকা ধানের ঘ্রনে কৃষকের মুখে প্রশান্তির হাসি? নাকি উদাস দুপুরে দূর থেকে ভেসে আসা রাখালীয়ার বাঁশি। তুমি কি আশাহত মানুষের জীবনের সমাপিকা? নাকি তুমি শুধুই মরিচিকা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.