থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
ফ্রেঞ্চ ওপেনে মহিলা এককে শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা।
কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে পোল্যান্ডের এগনিয়াস্কা রাদোয়ানস্কার কাছে সরাসরি সেটে হেরে মহিলা বিভাগের একক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন পাক সুন্দরী বধূ সানিয়া।
একক ইভেন্ট থেকে বাদ পড়লেও ফ্রেঞ্চ ওপেন অভিযান শেষ হয়ে যায়নি সানিয়ার। যৌথ ইভেন্টে এলেনা ভেসনিনাকে নিয়ে জুটি করে ফ্রেঞ্চ ওপেন অভিযান অব্যাহত রেখেছেন তিনি।
পাকিস্তানের সুন্দরী এই ভাবী ছাহেবান আমাদের সোনিয়া মির্জা উপমহাদেশের গৌরব। উনি আমাদের জন্য অনুপ্রেরণা।
নারীনীতি বাস্তবায়িত হইলে কি কেয়ামত হইতে পারে, উনি তারই আলামত। উনার জোয়ানি আমাদের দিওয়ানা বানাইতে যথেষ্ট।
পুরা খবর এইখানে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।