চাই ভালো থাকতে, চাই ভালো রাখতে... প্রতিদিন খালি ভাবি আজকে থেকে নিয়মিত, সঠিক সময়ে নামাজ পড়বো।
কিন্তু এই হয় এই হয় করে আর যে হয় না, আজকেও ভাবলাম সেই একই ভাবনা
প্রতিদিন ভাবি সকাল সকাল কোনো রকম অলসতা ছাড়াই এক লাফে ঘুম থেকে উঠে পড়বো। সর্বোচ্চ সময় সকাল ৭ টা। ভাবি উঠেই কাযা নামাজটা শেষ করে কিছুক্ষন কোরান তেলাওয়ার করে then বই নিয়ে কিছুক্ষন বসবো। সাড়ে নয়টার দিকে ব্রেকফার্স্ট করতে বের হবো।
সাড়ে ১১ টা পর্যন্ত পড়বো, এরপর একটু নেট ব্রাউজ করতে বসবো বা ফোনে কথা বলবো। গোসল সেরে লাঞ্চ করে একটা মুভি দেখবো বা অফিসের কোন কাজ থাকলে করবো, এরপর ৪টার দিকে অফিসের উদ্দেশ্যে যাত্রা। অফিস থেকে ফিরতে ফিরতে ১১টা বা কোনো সময় রাত ১২টা। তাড়াতাড়ি ঘুমায় পড়বো যাতে আবার সকালে ঠিক সময়ে উঠতে পারি।
হি হি হি।
কিন্তু তা আর কোনো দিন ই হয়ে ওঠে না। ইচ্ছা আর স্বপ্ন আমার আগের মতই থেকে যায় খালি মাঝখান থেকে দিনগুলো পার হয়ে যায়। হবে না আমাকে দিয়ে কিছুই। আমার অলসতাটা আমি কোন ভাবেই ছাড়াতে পারছি না। কি যে করি বুঝতে পারছি নাহ।
রাতে ঘুমাতে ঘুমাতে ২টা বা অনেক সময় ৩টাও বেজে যাচ্ছে। সকালে উঠতে উঠতে প্রায়ই ১০ টা ১১টা বেজে যাচ্ছে, সকালে আর পড়াশুনা কিছুই হচ্ছে না। ব্রেকফার্স্ট হচ্ছে ১২টার সময়। নামাজ কালামের কোনই বালাই নাই, হলেও কোন টাইম টেবিল নাই। অফিসের কাজ গুলোও হচ্ছে অগোছালো।
এইভাবে কি কখনো জীবন চলতে পারে?
দেখা যাক কি হয়? আজকেও আবার আমি সেই একি সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে সময় মেপে সব কিছু পারফেক্টলি করতে হবে
পারবো করতে ইনশাল্লাহ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।