আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে যখন ভাবি



তোমাকে যখন ভাবি (ব্যর্থ প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে) রেজাউল ইসলাম সুমন তোমায় ভাবলে একটি হদয় আসে হৃদয় থেকে ভাব আসে, ভাব থেকে কবিতা - কবিতায় তুমি। তোমায় ভাবলে আবেগ আসে, আবেগ থেকে বেদনা, বেদনায় অশ্র“ - অশ্র“তে তুমি। তোমায় ভাবলে প্রফুল্লতা আসে প্রফুল্লতায় হাসি, হাসিতে ঝিলিক আসে - ঝিলিকে তুমি। তোমায় ভাবলে সমুদ্র আসে সমুদ্র থেকে ঝিনুক, ঝিনুকে মুক্তো - মুক্তোয় তুমি। তোমায় ভাবলে আকাশ আসে আকাশ থেকে, নীল থেকে কল্পনা - কল্পনায় তুমি।

তোমায় ভাবলে রাত আসে রাত থেকে নিদ্রা, নিদ্রায় স্বপ্ন - স্বপ্নে তুমি। তোমায় ভাবলে গোলাপ আসে গোলাপ থেকে সৌরভ, সৌরভে স্বর্গ - স্বর্গে তুমি। তোমায় ভাবলে বসন্ত আসে বসন্তে কোকিল, কোকিল থেকে কণ্ঠ - কণ্ঠে তুমি। তোমায় ভাবলে শরৎ আসে শরতে কাশফুল, কাশফুলে শুভ্রতা - শুভ্রতায় তুমি। তোমায় ভাবলে চাঁদ আসে চাঁদে জোসনা ঝরে, জোসনায় আলো - আলোতে তুমি।

তোমায় ভাবলে ঝড় আসে ঝড়ে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ থেকে ঝলক - ঝলকে তুমি তুমি আছো কবিতায়, গানে, আলোতে, ঝলকে, কল্পনায়, স্বপ্নে, জোসনায়, শুত্রতায়, লিলিমায়, তিলে তিলে গড়ে ওঠা সমস্ত সৌন্দর্যে, তিলোত্তমায়। বিশ্বাস হারিয়ে, স্মৃতি রেখে হৃদয়ে ব্যাথা দিয়ে, যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়েÑ এখন তোমায় ভাবলে ঘৃণা আসে ঘৃণা থেকে বমি, বমিতে দুর্গন্ধ - দুর্গন্ধে তুমি। তোমায় ভাবলে অন্ধকার আসে অন্ধকার থেকে পতিতা, পতিতায় নোংরামো - নোংরামোতে তুমি। তোমায় ভাবলে ক্রোধ আসে ক্রোধ থেকে রক্ত আসে, রক্তে নরক - নরকে তুমি। তোমায় ভাবলে লেলিহান শিখা আসে শিখাতে দাহ্, দাহতে ধ্বংস - ধ্বংসে তুমি।

তোমায় ভাবলে অসুখ আসে অসুখে যন্ত্রণা, যন্ত্রণায় মৃত্যু - মৃত্যুতে তুমি। তুমি আছো নরকে, দুর্গন্ধে, নোংরায়, ঘৃণায়, যন্ত্রণায়, বেদনায়, নর্দমায় ডুবো আছোÑ সমস্ত কুৎসিতে। [মই পত্রিকায় ১৯৯৬, বর্ষ ৮, সংখ্যা ১০, নভেম্বর সংখ্যায় প্রকাশিত]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।