মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। "...... পরথম আলু বা সুবহে সাদিক লক্ষ- কোটি পিস ছাপা হয়, পুরা বিশ্বব্রক্ষান্ডের মানুষ তথা এলিয়েনগণেরও প্রিয়/প্রানের পত্রিকা উহা... আমার আপিসে এবং বাসাতেও উহা নেয়া হয়, সুতরাং আমিও সেই গোত্রভুক্ত... সবকিসুর ভালো খারাপ দিক থাকে, ইহারও আছে... ভালো খারাপ দিক থাকা সমীচীন, কিন্তু আবুইল্লা টাইপ দিক থাকলেতো আর ভাল্লাগেনা... পরথম আলুর এক্কেবারে পরথম পাতায় একটা অনলাইন ভোটের আয়োজন করা হয়, এতে হা, না এবং মন্তব্য নাই তে ফলাফল দেয়া হয়... বেশ ভালো, খুবই ভালো... আমার কয়েসচেন ইজ - আমি নিজেই আইলাম মন্তব্য দিতে, আবার দিলাম না- এইটা কিমুন টাইপ মন্তব্য...!!! এইটা কি গোনায় ধরা যায়??? যদি আমারে কেউ জোর কইরা জিগাইত, তাইলে আলাদা জিনিষ। আর হা/না কি মন্তব্য হইতে পারে, হা/না তো মন্তব্যের উত্তর মাত্র...!!!!! সে যাই হোক, আসল কথায় আসি... আইজকা বাঙ্গালের ভোট নেয়া হইসে, প্রশ্ন ছিল ক্রিকেটার গুলানরে পাকিস্তান পাঠানো উচিত কিনা? বাঙ্গালের দল আবার পাকি প্রেমে অন্ধ, তাগ চখ-কানের ফুডা বন্ধ... পাকিদের ভালাবাসার টানে সাড়া দিয়া ওরা যাতে ওই দোযখ ভ্রমন করতে যায় সে জন্য তেনারা ভোটে হা জয়যুক্ত- হা জয়যুক্ত করতেসেন... আর স্পিকার সাব হইলেন আমাদের পরথম আলু... যে দেশে শেষ দুইবারের আন্তর্জাতিক ভ্রমণকারী ২টা দলেরই জীবন বিপন্ন হয়েছিল, যে দেশের প্রতিটা থলিতে হাতবোমার অস্তিত্ব খুজে পাওয়া যাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না, হোটেল-বাজার-মসজিদ-ঘরে-বারান্দায়-শহরে-গ্রামে-অলিতে-গলিতে যখন তখন যে কেউ হতে পারে বোমার শিকার; সেখানটায় সাকিব-তামিমদের পাঠানোর ইচ্ছা একেবারেই মর্মান্তিক। ভাবতাম দেশটায় লোটাস কামাল একটাই, এখন দেখি দেশটায় লোটাদের সংখ্যা বেশি। ভাবতাম দেশটায় বাঙালী ভর্তি, এখন এটায় পাকিদের গন্ধই পাই বেশি... ভাবি দেশটা আমার.........!!!!!..."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।