আমাদের কথা খুঁজে নিন

   

আবারও মাগুরা আস্তেসে, এইবারে আম্লীগের হাত ধইরা

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মাগুরার দোষ ছিল বিম্পি-র একার। তারা সেইটা করেছিল এ জন্য যে, এ দেশে ১৯৭৩ সাল থেকে যত নির্বাচন বা উপ-নির্বাচন হয়েছে, তাতে ক্ষমতয়াসীনরা সবসময়ে জিতেছে। ব্যাপারটা হল এই রকমঃ ১৯৭৩ সালে বঙ্গবন্ধু তথা আম্লীগ ছিল ক্ষমতায়, তারা যা ইচ্ছা তাই করে নির্বাচনী ফলাফল তাদের অনুকূলে নিয়েছিল। এর পরের নির্বাচন হয় যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায়।

তখন বিম্পি একটা নতুন দল। তখন বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। তাই ক্ষমতাসীনদের জয় লাভ হয়। এ সময়ে বিরোধী দলের নেতা ছিলেন আম্লীগের আসাদুজ্জামান। এর পরের দুটি নির্বাচন হয় হোমো এরশাদের আমলে।

একটা ১৯৮৬ সালে, অন্যটা ১৯৮৮ সালে। দুইটাতেই ক্ষমতাসীন দল জিতে যায়। তবে টিম টিম করে ১৯৮৬ সালের সংসদে জ্বলতে থাকা বিরোধী দলের প্রধান ছিলেন শেখ হাসিনা, আর ১৯৮৮ সালের সম্মিলিত বিরোধী দলের নেতা ছিলেন আসম রব। এইবারে আম্লীগ এতো মেজরিটি পেয়েছে যে আর মাথার ঠিক নাই। তারা বিম্পির গায়ে শুকিয়ে যাওয়া গু ধুয়ে নতুন করে নিজেদের গায়ে মাখার আয়োজন করছে।

গু ভেজানো শুরু হয়েছে, আর কয়েক দিন পরে সেই গু আম্লীগ মহাসমারোহে গায়ে মাখা শুরু করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.