আমাদের কথা খুঁজে নিন

   

কর্ণফুলীতে টানেল এ অর্থবছরেই: কাদের

বৃহস্পতিবার চট্টগ্রামে সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের  তিনি বলেন, টানেলের সম্ভাব্যতা যাচাই হয়ে গেছে।
চীন সরকার এই  টানেল নির্মাণে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “সব কিছু  ঠিক থাকলে এ অর্থবছরের মধ্যে টানেল নির্মাণের কাজ শুরু হবে। ”
এতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, চীন সরকার সহযোগিতার পাশাপাশি কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে একটি শিল্পাঞ্চল করারও প্রস্তাব দিয়েছে, যেখানে চীনা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করবে।


যানজট নিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, বর্ষা,  রোজা ও ঈদ-এই  তিনটি চ্যালেঞ্জকে সামনে রেখে যোগাযোগ মন্ত্রণালয় কাজ করছে।
সড়কে যান চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য বর্তমানে সড়কে ফাটল মেরামত ও গর্ত ভরাটের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
এজন্য মহাসড়কে ২১টি মনিটরিং টিমের পাশাপাশি মোবাইল টিমও রয়েছে বলে জানান তিনি।
যানজটকে দুর্ভাবনার কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, “যানজট নিরসনে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদিও বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামত এবং মেঘনা গোমতী সেতুর সংস্কার কাজ হয়েছে।


গতবছর দুটি মহাসড়কে সংস্কার কাজের জন্য কিছুটা সমস্যা হলেও এবার তেমন কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী।
ফ্লাইওভারের নিচে সড়কে গর্ত ভরাট এবং ফাটলগুলো ঠিক করে দেয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীকে টেলিফোনে নির্দেশ দেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।