চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রিজঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে সদরঘাট আসছিল একটি নৌকাটি। ঘাটে পৌছার কিছুদূর আগে অন্য একটি নৌকা এসে ধাক্কা দিলে যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
এসময় সাঁতরিয়ে দুইজন কূলে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিউদ্দিন মাহমুদ।
তিনি জানান, নৌকাটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় ব্রিজঘাট থেকে সদরঘাটে আসছিল। ঘাটে পৌছার কিছুদূর আগে অন্য একটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।