আমাদের কথা খুঁজে নিন

   

কর্ণফুলীতে তলিয়ে গেল যুবক

কোতোয়ালি থানার এসআই সঞ্জয় কুমার সিংহ জানিয়েছেন, শনিবার বিকালে ব্রিজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
নিহত বাবু মুৎসুদ্দি (২০) রাউজান উপজেলার পাহাড়তলীর মহামুনি এলাকার আশুতোষ মুৎসুদ্দির ছেলে।
এসআই সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন দুই বন্ধু সহ ব্রিজঘাটা এলাকায় যান বাবু। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি একাই নদীতে নামেন। এ সময় ভাটার টান শুরু হলে নদীতে তলিয়ে যান তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
পাথরঘাটা কাজিম আলী সড়কের স্থায়ী বাসিন্দা বাবু এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।