শুক্রবার দুপুরে নদীর চাক্তাই খালের অদূরে তোতার বাপের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন মো. হোসেন, ইউনুস ও বাবুল। তারা সকলে ট্রলারের মাঝি।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে তোতার বাপের হাট এলাকায় একটি তেলবাহী ট্যাংকার একটি কাঠের তৈরি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে ট্রলারের তিন মাঝি নিখোঁজ রয়েছেন বলে অন্য মাঝিরা পুলিশকে জানিয়েছেন।
তেলবাহী ট্যাংকারটি আটক করা হয়েছে।
এর আগে গত ১৪ অগাস্ট একটি মাছ ধরার ট্রলার ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দিলে বাবা ও তার দুই সন্তানসহ তিনজন নিহত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।