অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম সম্প্রতি টেক জায়ান্ট মাইক্রোসফট নতুন করে ১১টি ভাষায় চালু করছে তাদের সর্বশেষ ব্রাউজার সংস্করণ ইন্টারনেট এক্সপ্লোরার ৯। জানা গেছে, এর মধ্যে বাংলা ভাষাও রয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় ভাষায় ব্রাউজার আনার দিক থেকে ইন্টারনেট এক্সপ্লোরার অবশ্য পিছিয়ে। ইতোমধ্যে গুগল ক্রোমও একাধিক ভাষায় ব্রাউজার চালু করেছে। সংবাদমাধ্যটি জানিয়েছে, ভারতে অসমীয়, বাংলা, গুজরাটি, কানাড়া, কঙ্কানি, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু ভাষায় চালু হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ৯। উল্লেখ্য, মাইক্রোসফট ভারতীয় বাজারে ঢোকার জন্য বিভিন্ন টুল ইতোমধ্যেই পরিচিত করিয়েছে। গার্টনারের প্রধান রিসার্চ বিশ্লেষক বিশাল ত্রিপাথি-এর মতে, মাইক্রোসফট প্রত্যন্ত অঞ্চলের বাজারে ঢুকতে চাচ্ছে, যা তাদের ব্যবসায়ের জন্য ভালো নীতি। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/মে ৩১/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।