আমাদের কথা খুঁজে নিন

   

সামু কি মুমূর্ষ...!!?? নাকি সমস্যা আমার নেট কানেকশনে....!!??

মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। গত কিছুদিন ধরে সামুর পেজ ওপেনিং স্টাইল দেখে মনে হচ্ছে নিজেই নিজের গলায় দড়ি দিই!! ব্রাউজারের এড্রেসবারে এড্রেস দেবার পরে যে ভাবে পেজ ওপেন হচ্ছে, তাতে করে মনে হওয়া খুব অস্বাভাবিক না যে, সামু কোষ্ঠকাঠিন্য টাইপের কোনো রোগে ভুগছে....!!!! ..........এমনো হয়েছে সামুর হোম পেজ ওপেনিং এর টাইম দেখে বাধ্য হয়ে নতুন করে পেজ লোড দিয়েছি!! এভাবে কয়েকবার করার পর পেজ ওপেন হলেও পোষ্ট গুলোতে ঢুকতে আবার সমস্যা দেখা দেয়...!! মাঝে মাঝে তো মনে হয় যে আমার নেট কানেকশনেই সমস্যা!! কিন্তু বাস্তবে তা না!! অন্যান্য ওয়েব সাইট বেশ ভালো ভাবেই ওপেন হচ্ছে, শুধু সামুর বেলাতেই এই সমস্যা!! ........আর কোনো পোষ্টে মন্তব্য দেওয়া তো আরেকটা চরম বিরক্তির কাজ!! দেখা গেল, অনেকক্ষন ধরে মন্তব্য লেখার পরে যেই মাত্র পোষ্ট করব, সাথে সাথে আবার সেই কোষ্ঠকাঠিন্য রোগ!!! কখনো কখনো পেজের টাইম আউট সমস্যা!! ফলে নতুন করে আবার মন্তব্য লেখার ধাক্কা!!! এসব নিয়ে চরম বিরক্তির মধ্যে আছি!! ........এই যন্ত্রনায় জিপি ছেড়ে ব্রডব্যান্ডে আসলাম!! ব্রাউজার চেন্জ করলাম!!! আমার আইএসপি কে বাঁশ দিলাম (মনে করেছিলাম সমস্যা আমার আইএসপির), উইন্ডোজ নতুন করে সেটআপ দিলাম...... কিন্তু সমস্যার কোনো সমাধান পেলামনা!! সত্যি বলতে কি এই পোষ্ট টা দিতে ইমো গুলো লোড হতেও প্রচুর সময় লাগছে!!! ............অনেকদিন ধরেই সামুর এই সমস্যা গুলো দেখছি, কিন্তু এটা নিয়ে কোনো পোষ্ট দিতে কেমন জানি ইচ্ছে হচ্ছিলনা!!! কারন মনে হচ্ছিল, সমস্যা গুলো শুধু আমারই!!! কিন্তু কয়েকদিন ধরে আমার কিছু পরিচিত ব্লগারের কাছেও একই ধরনের সমস্যার কথা শুনে আসছি!! তাই বাধ্য হয়েই পোষ্ট টা দিলাম। .............যারা আমার এই লেখাটা পড়ছেন, আপনাদের কারো কি এরকম কোনো সমস্যা হচ্ছে!!!??? নাকি সমস্যাটা শুধু আমারই হচ্ছে!!?? প্লিজ ব্যাপারটা শেয়ার করুন!! পরিশেষে, ধৈর্য সহকারে এই পোষ্টটা পড়ার জন্য আপনাদের ধন্যবাদ.....!!! আপডেট: সামুতে কিছু সার্ভার রিলেটেড সমস্যা কয়েকদিন আগে সলভ করা হয়েছিল। যার কারনে কয়েকটা দিন ভালোই সার্ভিস পেয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি সামুতে "502 Bad Gateway" রিলেটেড সমস্যা হচ্ছে। আর পেজ লোডিংয়েও সমস্যা দেখা দিয়েছে। ফলে পেজ লোডিং হবার আগেই পেজ লোডিং বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কখনো আবার পেজ খুলতে বেশ সময় নিচ্ছে। আশা করছি সামু কর্তৃপক্ষ এই সমস্যা গুলোর সমাধান অতিদ্রুত করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.