আমাদের কথা খুঁজে নিন

   

দাদা ! আর পারছিনা, দয়া করে গঞ্জিকা ষ্টিক টি ফেলুন

দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা কেসষ্টাডি-১ প্রত্যুষে বের হয়েছি হাটতে এ আশায় - মুরুব্বীরা বলে থাকেন -“সকাল বেলার হাওয়া লাখ টাকার দাওয়া” কিছুদূর হাটতেই আর পারছিনা, দম বন্ধ হয়ে আসছে। এই সাত সকালে খালি পেটে হাটতে গিয়ে কেউ যদি গঞ্জিকা ষ্টিক(সিগারেট) এর ধোয়া শরীরে স্পর্শ করায় তো কার ভালো লাগে, বলুন। অগত্যা ফিরে আসি আর নিজেকে সান্তনা দিই- আমার ঘরেই ভালো নির্মল, নিষ্কলঙ্ক ইলেকট্রিক পাখার বাতাস। কেসষ্টাডি-২ প্রচন্ড যানজট । এদিকে অফিসের যাওয়ার সময় প্রায় শেষ।

গাড়ীতে বসে থাকার চেয়ে এ মুহুর্তে হেটে গেলেই দ্রুত পৌছতে পারব। এ আশায় হাটতে শুরু করি। সম্ভবত: এ কাজটি অনেকেই করে থাকেন। আমি হাটা শুরু করলাম। হাটছি আর ভাবছি আর কতদিন আমাদের এ অসহ্য যন্ত্রণার সমাপ্তি ঘটবে, তা আল্লাহই ভালো জানেন।

কিন্ত ু আমি তো আর পারছিনা, আবার সেই পুরানো ফ্লেভার(!) যার বিষাক্ত ধোয়ায় আমার প্রাণ ওষ্ঠাগত। আমি দ্রুত হাটতে থাকি যাতে ধোয়া আমাকে স্পর্শ না করে কিন্তু আর কত, যতই এগোচ্ছি ততই যেন নতুন নতুন কুশীলবের হাতে হরেক ক্যাটাগরির ষ্টিক। অনেক বেশী অবাক হলাম যখন দেখলাম স্কুলগামী ছাত্রটি নির্দিষ্ট ইউনিফর্ম পরা অবস্থায় এ গঞ্জিকা ষ্টিক নির্দ্বিধায় টেনে যাচ্ছে। রাজধানীর মানুষ আমরা কেন জানি অনেক বেশী স্বার্থপর, অন্যকে নিয়ে ভাববার এতটুকু সময় যেন আমাদের হাতে নেই। যা হোক ভাবতে ভাবতে কোন রকমে গন্তব্যে.. ততক্ষণে আমার অনিচ্ছায় নেহায়েত ৪টি ষ্টিকের ধোয়া শরীরে প্রবেশ করেছে।

কেসষ্টাডি-৩ স্বপরিবারে বাসে উঠেছি কোথাও যাব বলে, বাসের পাইলটের(ড্রাইভার) পাশে আমার আদরের ৮মাসের সন্তান তার মার কোলে আপন মনে রাজধানীর কোলাহল দেখছে আর মাঝে মাঝে মিষ্টি হাসি উপহার দিচ্ছে। এত ব্যস্ততা, এত স্বার্থপরতার ভীরে এ নিষ্পাপ হাসি যাত্রীদের ভীষণ আনন্দ দেয়। কিন্তু এ হাসি কিছুতেই চোখে পড়ে না পাইলট বেচারার কিছুক্ষণ পরপর ষ্টিয়ারিং-এ বসা মহাশয় একটার পর একটা গঞ্জিকা ষ্টিক টেনে যাচ্ছেন। আর তার গঞ্জিকা হতে বের হওয়া বিষাক্ত ধোয়া আমার নিষ্পাপ শিশুর নাকে-মুখে প্রবেশ করছে। কার সহ্য হয় আপনিই বলুন!!!!!!!!! কাকে কি বলব, মনে মনে আওরাচ্ছি দাদা, আমার সন্তানের আর্তনাদ কি আপনার কর্ণকূহরে প্রবেশ করছেনা।

তার বলার শক্তি থাকলে সম্ভবত: চিৎকার করে বলত: আর পারছিনা আঙ্কেল , প্লিজ আমাকে নেশাগ্রস্থ বানাবেন না। আর আমার ক্ষমতা থাকলে হয়তোবা বলতাম, দাদা ! আর পারছিনা দয়া করে হাতের গঞ্জিকা ষ্টিকটি ফেলুন। উৎসর্গ: সকল তামাক প্রেমিক/প্রেমিকাদের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।