আজ দাদামাঠে নামবেন। জানি না কেমন খেলবেন তিনি। বহু যুদে্ধ জিতেছেন তিনি। আবার হেরেও গেছেন অনেক লড়াইয়ে। আমরা চাইব এই লড়াইটাতেও জেতেন তিনি।
বাপী বাড়ী যা ঢঙ্গে তিনি যাবতীয় অবিচারকে মাঠের বাইরে ফেলে দিবেন আর আমরা আবার চেচাঁবো দাদা দাদা । আর যদি তা নাও হয় তাতে কি?অবহেলার জবাব চোখের জলমুছে দাঁতে দাঁত চেপে লড়াই করেই দিতে হবে। জানিনা এই মুহূর্ত কিভাবে সামলাচ্ছেন তিনি। যে অন্যায় তার সাথে করা হয়েছে তা বেদনাদায়ক এবং দীর্ঘ দিন মনে রাখার মত। জীবনের লড়াইয়ে যারা হতাশ তারা সৌরভকে অনুপ্রেরণা হিসাবে নিতে পারেন।
তার জীবনের পাতা উল্টালে আপনারএকটা কথাই মনে পড়বে এভাবেও ফিরে আসা যায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।