আমার এই পথ চলাতেই আনন্দ ...।। আঁধারের মাঝে আছে অন্য এক আঁধার জীবনের পাশে অন্য এক জীবন। সব আঁখি আঁকিতে পারে না তার পট। মহাকাল সমুদ্র তীরে, জীবন গড়ে ক্ষুদ্র ক্ষুদ্র সব নির্জন তট। সন্ধ্যার সিঁদুরে আকাশ তুমি চেয়ে দেখ, চেয়ে দেখ নদী, ঢেউ বাতাসের খেলা কত জনপদ দেখ তুমি, দেখ কত জীবনের মেলা। এত কিছু চেয়ে দেখে বোঝোনি তুমি কি বিশাল সমুদ্রে ভাসায়েছ কি ক্ষুদ্র এক ভেলা। ঢেউ তুমি দেখিয়াছ, বোঝোনি ঢেউয়ের কথা, মেঘের বৃষ্টি তুমি দেখিয়াছ অনুভব করনি মেঘের যত ব্যাথা। দেখেছ জোছনার রাত, সূর্যের প্রভাত- বোঝোনি তাদের বাণী- বিশাল শূন্যতার সামান্য পূর্ণতায় কেন তুমি আমি ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।