আমাদের কথা খুঁজে নিন

   

আড়ালের কথা

ডুকরে কাদা সেই সব মানুষের কষ্ট হয়তো আমরা কান পেতে শুনিনা বা শোনার চেষ্টাও করিনা। যদি কোন উপকার করতে হয় সেই ভয়ে। আমাদের সমাজে বাংলা সিনেমা দেখে অনেক মানুষই আছে যারা কেদে বুক ভাসায়! অথচ তার পাশে থাকা মানুষের দুঃখ তার চোখে পড়েনা! আমার মনে হয়, কাদার জন্য যদি জরিমানা করা হত তাহলে এরা লোক দেখনো মায়া থেকে বিরত থাকত। এ জাতীয় ছোট মানষিকতাও থাকে কারো কারো মাঝে! সেই দুঃখী মাষুনটা হয়তো তা অস্থির দিনগুলো বিদায় করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে দিন রাত। সে চায় জীবন দিয়ে হলেও শেষ হোক তার কষ্টের দিনগুলো।

এ রকম হাজারো কষ্টের মাঝে তো বেচে থাকে মানুষই। আর আমরা যারা সুখী মানুষ আছি তারাও বা সামর্থ অনুযায়ী ক’জনার দিকে তাকাই? সত্যিকার অর্থে আমরা নিজেদের অত্যন্ত দুঃখী মনে করতে ভালবাসি। সবকিছু ছাপিয়ে আমরা দোষ দেই ভাগ্যের। যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট ভোগ করেন তাদের কথা স্বরণ করার সময় আমাদের হয়না। এ রকম কতশত মানুষ যে আমাদের চারপাশে আছে সেটা চোখ মেলে তাকালেই বোঝা যায়।

কারো একার পক্ষে সব মানুষের দুঃখ দূর করা সম্ভব না। একটু একটু করে যদি সেই সব মানুষকে ভালবাসার হাত দিয়ে দুঃখ দূর করতে করতে পারি তাতেই বা ক্ষতি কি? বরং আমাদের মনে রাখতে হবে দুনিয়াটা কোন মানুষের জন্য হাজার বছরের জন্য না। এমন অনেক মানুষই আছে যারা শারিরিক ভাবে মানুষ কিন্তু ব্যবহার জানোয়ারের চেয়েও খারাপ। সীমাহীন সম্পদ থাকার পরও মানুষের প্রতি এতটুকু ভালবাসা তাদের নাই! আত্ত চিন্তায় মগ্ন থেকে সম্পদকে ভয়াবহ ভারি করার আপ্রান চেষ্টা করে। এই মানুষগুলো সুখ খোজার জন্য ডাক্তারের কাছে যেতে হয় বছরের পর বছর।

কোন অবস্থায় হাসির পালসও খুজে পাওয়া যায় না। জীবনের বিকেল বেলায় এসে কোন জটিল রোগ নিয়ে মৃত্যু বরণ করে থাকে। আহা রে… মানুষ! এসব টাকা আলা মানুষগুলো যদি কোন দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারত তাহেলে বুঝত সুখ আসলে কোথায়। একজন অসহায় দুঃখী মানুষের মুখের হাসি দেখতে পাওয়া যে কত আনন্দের সেটা কল্পনা করে বোঝানো যাবেনা। সামর্থ অনুযায়ী যদি আমরা এসব ভাল কাজ করি তাহলে আমি বিস্বাস করি, সেই সুখটা আপনিও পাবেন।

যে হাসির জন্য কত চেষ্টাই না করে মানুষ অথচ সহজ চেষ্টাই আমরা করিনা। কারো ক্ষতি করে হয়তো সাময়িক শয়তানি সুখ পাবেন। বিবেকের কাছেও অজান্তেই কষ্ট পাবেন সারা জীবন। এটাই হবে আপনার মনের শাস্তি বাকি ফয়সালা তো আল্লাহর কাছে আছেই। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.