আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । ।
মনে কর একটা চোখ-
কাজলের ছোঁয়া নেই,
মাসকারার প্রলেপের নেই ঘনঘটা;
শুধু কোণার দিকে একটুখানি-
শুষ্ক জলের দাগ!
ও কিছু নয়;
খালি খানিকটা বুক উপচানো-
যাতনার মৌনচিহ্ন মাত্র । ।
মনে করে নাও- সে চোখ,
জানালার শার্সির ফাঁকে-
দেখছে আকাশ;
আকাশের নীলে সে চোখ-
বেদনার ছোপদাগ দেখে!
সাদা মেঘের ভাঁজে খোঁজে-
ধূলোপড়া হৃতসুখ ।
।
কিছুটা স্মৃতির বিস্মৃত চোরাগলি,
ছুঁয়ে দেয় অনুভবের-
দুর্বলতম প্রকোষ্ঠখানা অবলীলে;
চোখের প্লবতায় বাঁধ ভাঙে অজান্তে,
ঝরে পড়ে দিবালোক মুখরতায় সাজানো-
চারচোখে দেখা স্বপ্ন,
তিমির রাতের নির্জনে;
দু’চোখের কার্নিশে । ।
আর যাই হোক-
রঙিন কাঁচের ফ্রেমের আড়ালে, কষ্টেরা তো লুকোয় না । ।
। । সা। ত। কা।
হ। ন। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।