আমাদের কথা খুঁজে নিন

   

আলসে গাধী

থাকি না হয় একটু খানি তাতে কি বা আসে যায়, স্বাধীনতা পেলাম তাইতো থাকতে আমার ইচ্ছা হয়। একলা থাকার স্বভাব যে নেই কিই বা উপায় আছে আর, বকা কয়টা খেয়েও না হয় সময়টাকে করি পার। স্যারেরা সব নেই বলে তো কাজের বেলায় ফুরুৎ ফারুৎ, সুর মিলিয়ে চলছে আড্ডা হচ্ছে যেন কথার দুরুদ। আমি একটু করেছি কাজ আমার ডেস্কে বসে, স্বাক্ষী আছে অরুন দাদা যাচ্ছেন কোথায় হেসে। সারাটা দিন কাটিয়ে দিলেন আড্ডা বাজি করে, আমি একটু বসছি তাতেই রাগে যাচ্ছেন মরে। শালার নারী জাতি আজীবনই থাকবে এমন গাধী, দু:খ লাগে তাদের প্রতি যারা করছে তাদের সাদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।