আমাদের কথা খুঁজে নিন

   

বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো ... (রিপোষ্ট)

অসুন্দর মানুষের ভাষা হতে পারে না..

দৃশ্যপট ০১ বিজয় সরনীর কিছুটা আগে, রৌদ্রময় অসহনীয় গরমে বাসের মধ্যে গাদাগাদি করে কেউ বসে কেউ বা দাঁড়িয়ে আছি. জলের দামে ঘাম ঝরছে, আমার, তার ও তাহাদের, দম বন্ধ কিংবা জ্ঞান হারারার মতো অবস্থা। বাস চলছে না, ট্রাফিক পুলিশ থামিয়ে দিয়েছে, পেছনে পুলিশের গাড়ির বাঁশির শব্দ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কয়েকটা যান সরিয়ে রাস্তা প্রশস্ত করে দিল। সামনে, পেছনে আর্মড পুলিশের গাড়ি হুইছেন বাজিয়ে চলে গেল মাঝে কোন ভিভিআইপির গাড়ি!!! এসি নিশ্চই আছে, আহা ঠান্ডা হাওয়া শীতল শীতল অনুভূতি। আহা প্রভু ভিআইপি বানালে না কেন??? দৃশ্যপট ০২ কাওরান বাজার থেকে ফার্মগেট, শত শত মানুষ অপেক্ষারত, হাড়ভাঙ্গা খাটুনির পর আপনালয়ে ফেরার, একটু ভাতঘুমের, প্রিয়জনের সান্নিধ্যের। মনে হবে এইমাত্র বুঝি বড় কোন সমাবেশ শেষ হলো, এখন ফেরার পালা। বাস আসছে, যাচ্ছে তবু তাতে ওঠা যাচ্ছে না, কপালের ঘাম ঝরছে তো ঝরছেই। ঘড়ির কাটা ঠিকঠিক শব্দে এগিয়ে যাচ্ছে দ্বিধাহীন, তবু বাসে চড়া যাচ্ছে না। এ চিত্র প্রতিদিন, হররোজ। মনে পড়ে মহাদেব সাহার কবিতা .. "রাষ্ট্রীয় সনদ আছে দেশে দেশে আমরা স্বাধীন, তবু মনে হয় ........ --- আহা প্রভু ভিআইপি বানালে না কেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।