কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ
আমি এমন একটা কাজ চাই
যেটা করতে করতে অন্য আরেকটা কাজ করা যায়।
এই যেমন, ছিপ দিয়ে মাছ ধরা
বড়শির আগায় এক ফালি কেচোর দেহ টাংগিয়ে পানিতে ছুড়ে দিয়ে বসে থাকা
অনিশ্চিত অবসরে ডুব মারা
মাঝে মাঝ যে একটু আধটু ফাতনার উপর চোখ বুলানো সেটা কোনো এক বোকা আর ওত্তাদে মুগ্ধ সাগরেদের উপর ন্যস্ত করলে
ঘুমের মত অন্য কাজে মন দেয়া কোনো ঘটনাই না।
আমি এমন একটা কাজ করতে চাই
যেটা করতে করতে আমি অন্য অনেক কাজে হাত দিতে পারি,
যেমন ধরুন, এখন যা করছি
বিশেষ যত্নে নির্মিত সফটঅয়্যারে আমার মানবজন্ম উদ্ধার করার প্রোগ্রামটা চালিয়ে দিয়ে
শদ্দ বুনছি,
অদ্ভুত, তাই না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।