দেশের তরে বিএনসিসি
(ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট)
সাংগঠনিক কাঠামো ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোরের (বিএনসিসির) সেনা, নৌ, বিমান শাখা নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট। উক্ত শাখাসমূহে পুরুষ ও মহিলা প্লাটুন সংখ্যা ১৮টি এবং ক্যাডেট সংখ্যা ১৫০০। লেফটেনেন্ট কর্নেল ফরিদা বেগম, কমান্ডার, ১রমনা ব্যাটালিয়ান ও ঢাঃ বিঃ কন্টিনজেন্ট, অধ্যাপক ফার্মেসী অনুষদ।
প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম ঃ
১) সাপ্তাহিক প্রশিক্ষণ (জুলাই থেকে ডিসেম্বর)
২) সেনা, নৌ, বিমান শাখার ক্যাডেটদের জন্য পৃথক পৃথক ক্যাপসুল প্রশিক্ষণ।
৩) তিন শাখার জন্য পৃথক পৃথক ১৫ দিনের বার্ষিক প্রশিক্ষণ শিবির।
৪) সামরিক বাহিনীর সাথে শীতকালীন যৌথ মহড়ায় অংশগ্রহণ।
৫) বৃক্ষরোপণ।
৬) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্যক্রমে শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন।
৭) ক্যাডেটদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
৮) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় দায়িত্ব পালন।
৯) ১ম বর্ষ (সম্মান) শ্রেণীর ভর্তি ফরম বিতরণ, সংগ্রহ ও পরীক্ষার সময় শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন।
১০) স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে ক্যাডেটদের অংশগ্রহণ।
রোভার স্কাউটস
(ছাত্র-শিক্ষক কেন্দ্র, দোতলা)
প্রতিষ্ঠাকাল ঃ ১৯৬৬ ইং
প্রধান পৃষ্ঠপোষক ঃ অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (পদাধিকারবলে)
সভাপতি ঃ অধ্যাপক ড. হারুন-আর-রশিদ প্রো-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (পদাধিকারবলে)
সহ-সভাপতি ঃ অধ্যাপক ড. মোঃ মীজানুর রহমান, কোষাধ্যক্ষ, ঢাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“পের ৪টি ছেলে ইউনিট ও ১টি গার্ল ইউনিটসহ মোট ৫টি ইউনিট রয়েছে। বর্তমানে এ ৫টি ইউনিটে তিন শতাধিক দীক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত রোভার রয়েছে।
রোভারদের কাজের সহায়তার জন্য রোভার লীডার্স কাউন্সিল ও রোভার সেট কাউন্সিল রয়েছে।
সাধারণ কার্যক্রম ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটবৃন্দ সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
ক্স র্যাম্বলিং (পায়ে হেটে ১০১ মাইল পরিভ্রমণ) * বৃক্ষরোপণ কর্মসূচী * কাব স্কাউট ইউনিট লিভার বেসিক কোর্স ও এ্যাডভান্সড কোর্সে অংশগ্রহণ * জাতীয় রোভার মুটে অংশগ্রহণ * এশিয়া প্যাসিফিক এয়ার ইন্টারনেট জাম্বুরীতে অংশগ্রহণ * মেট কোর্সে অংশগ্রহণ * আন্তর্জাতিক শতবর্ষ কমডেকায় অংশগ্রহণ * সহচর মূল্যায়ন পরীক্ষা ও হাংকিং পরিচালনা * শীতবস্ত্র সংগ্রহ ও দুঃস্থদের মধ্যে বিতরণ * দক্ষতা অর্জনে কোর্স ও ইংলিশ স্পোকেন কোর্সে অংশগ্রহণ * ঢাবির বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ * বিভিন্ন জাতীয় দিবসে দায়িত্ব পালন * জাতীয় টিকাদান কর্মসূচীতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন * পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।
সুযোগ সুবিধা ঃ রোভারদের সুযোগ সুবিধাদির মধ্যে রয়েছে- * বেতন মওকুফ * বাৎসরিক রোভার বৃত্তি * বিদেশ ভ্রমন। শিক্ষা সফরে অংশগ্রহণ * বিশ্ববন্ধুত্ব সৃষ্টি ও স্কাউটটিং * সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাডওয়ার্ড অর্জনের সুযোগ।
এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্র“প থেকে ১৮ জন প্রেসিডেন্ট রেভার স্কাউট এ্যাডওয়ার্ড অর্জন করেছে।
“রেঞ্জার ইউনিট”
(টি.এস.সি)
সাংগঠনিক কাঠামো ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিট ৪টি ছাত্রী হলের রেঞ্জারদের সমন্বয়ে গঠিত। বর্তমানে রেঞ্জারের সংখ্যা ৩০০ জন। প্রতি হলের রেঞ্জারদের নিয়ে গঠিত কার্যকারী পরিষদ ও ৪টি হলে প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষিকা ও কিছু সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে গঠিত একটি উপদেষ্টা কমিটি রয়েছে। প্রতিটি ছাত্রী হলের প্রাধ্যক্ষ সংবিধান অনুযায়ী উপদেষ্টা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংশ্লিষ্ট আছেন।
এই কমিটির প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, প্রাক্তন প্রাধ্যক্ষ, রোকেয়া হল, সেক্রেটারী হিসেবে কাজ করেছেন মিসেস জাহানারা খান, প্রিন্সিপাল আবাসিক শিক্ষিকা, রোকেয়া হল, ট্রেজারার তাসরিমা খান, সহকারী আবাসিক শিক্ষিকা, বেগম ফজিলাতুনেসা মুজিব হল।
রেঞ্জার কার্যক্রম ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গার্ল গাইডিং বিষয়ে প্রশিক্ষণ দানের জন্য ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিট। রেঞ্জারদের মূলনীতি হচ্ছে মানবতার সেবা, সমাজ সচেতনতা, কর্তব্যনিষ্ঠ হওয়া ও সদা জাগ্রত মানসিক প্রস্তুতির মাধ্যমে দেশ প্রেমে দীক্ষা নেয়া ও আন্তর্জাতিক বিশ্বে নিজেদের আদর্শ ও সেবাকে বি¯তৃত করা। এ কার্যক্রমের আওতায় রেঞ্জাররা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করে। নির্বাচিত ৪টি প্রকল্প পরিচালনা করে।
প্রকল্পের নাম ১.গণশিক্ষা ২.বৃক্ষায়ন ৩.বস্তি উন্নয়ন ৪.টিকাদান রেঞ্জাররা প্রতি বছর দেশের বিভিন্ন সময়ে মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক গাইড ক্যাম্পে, সেমিনারে ও গাইড অনুষ্ঠানে যোগদান করে। প্রতিটি রেঞ্জারকে বিশ্ব বিদ্যালয়ের বেতন মওকুফ করা হয়। রেঞ্জাররা বিভিন্ন কর্মসূচি পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি
(টি এস সি)
প্রধান পৃষ্ঠপোষক ঃ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী। মাননীয় উপচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রধান উপদেষ্টা ঃ ড. অধ্যাপক হারুন অর রশিদ
কার্যক্রম ঃ প্রতি বৃহস্পতিবার বিকাল ৪.৩০টায় ইংরেজী এবং রবিবার ৫.৩০টায় বাংলা বিতর্ক হয়।
বার্ষিক কার্যক্রমে বিতর্ক কর্মশালা, আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা (বাংলা+ইংরেজি) নাফিয়া গাজী স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক, প্রীতি বিতর্ক, মুক্ত আকাশ বিতর্ক জাতীয় বিতর্ক উৎসব, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, সার্ক ডিবেট, আন্তঃক্লাব বিতর্ক।
বাঁধন
(টি.এস.সি)
প্রতিষ্ঠাকাল ঃ ২৪ অক্টোবর, ১৯৯৭ইং
সভাপতি ঃ তারেক মাহমুদ তম্ময়
সাধারন সম্পাদক ঃ মোঃ মারুফ হোসাইন
স্লোগান ঃ একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আতœার বাঁধন।
কার্যক্রম ঃ বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় করা, ঢাবির বিভিন্ন হল ইউনিট মূল কার্যাবলীর অংশ হিসেবে টিকাদান কর্মসূচি, ডোনার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ত্রাণ কার্যক্রম, প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র্যালীর আয়োজন ১ল বৈশাখে পান্তা উৎসবের আয়োজন। ইফতার মাহফিল, ২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরীতে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, বার্ষিক বনভোজন, বিশ্ব রক্তদাতা দিবসে র্যালী ও আলোচনা সভার আয়োজন, ঢাবির প্রত্যেকটি হল ইউনিট রক্তদাতাদের সুস্থাতার জন্য হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-এ, টাইফয়েড, টিটেনাস ইত্যাদি টিকা স্বল্পমূল্যে প্রদান করে থাকে।
ঢাবি জোন থেকে প্রতি বছর প্রচুর রক্ত সরবরাহ বিনামূল্যে করা হয়ে থাকে।
“ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (উটঞঝ)”
(টি.এস.সি)
প্রতিষ্ঠাকাল ঃ ১৯৯৫ইং
প্রধান উপদেষ্টা ঃ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী (পদাধিকারবলে) উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সভাপতি ঃ আজামুল হুদা।
সাধারন সম্পাদক ঃ নাঈম খন্দকার।
কার্যকরী কমিটি ঃ ১৭ জন সদস্য
মূল লক্ষ্য ঃ দেশের অভ্যন্তরীন পর্যটন শিল্প বিকাশের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা।
কার্যক্রম ঃ কম মূল্যে দেশের অভ্যন্তরীণ ভ্রমণ স্থান সমূহে ট্যুরের আয়োজন, বিনামূল্যে ভ্রমন সম্পর্কিত যে কোন তথ্য ও দিকনির্দেশনা প্রদান, পর্যটন বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শন, পরিবেশ বান্ধব পর্যটন বিকাশের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আয়োজন, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন, ফটোগ্রাফি ও ফিচার প্রতিবেদন তৈরি কর্মশালা, লোকাজ পিঠা উৎসবের আয়োজন, পর্যটন মেলার আয়োজন ও অংশগ্রহণ, সাইকেল র্যালি। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম এবং ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা এই সংগঠনের সদস্য হতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।